তিমির পেটে গিয়েও জীবিত ফিরে এলেন আমেরিকান!
পেশায় একজন ডুবুরি মাইকেল প্যাকার্ড। যুক্তরাষ্ট্রের এই নাগরিক একবার সাগরের নিচে লবস্টার বা বড় আকারের চিংড়ি খোঁজ করছিলেন। সেখানেই দুর্ভাগ্যক্রমে তিনি বিশাল এক আকৃতির হ্যাম্পব্যাক তিমির খপ্পরে পড়েন।
তবে তার ভাষ্যমতে, বিশাল এই তিমিটির পেটে তিনি অবস্থান করেছেন প্রায় ৩০ থেকে ৪০ মিনিট। এরপরই তিমিটি থু থু র সঙ্গে তাকে বের করে দেয়। মাইকেল প্যাকার্ড জানিয়েছেন, শুধু পা মচকানো ছাড়া তার শারিরীক কোন ক্ষতি হয় নি।
হ্যামব্যাক তিমি ৫০ ফিট পর্যন্ত লম্বা হতে পারে এবং একেকটির ওজন হতে পারে প্রায় ৩৬ টন। ৫৬ বছর বয়সী মাইকেল আরও জানান, তিনি তিমির পেটের ভিতর গিয়ে বুঝতে পারছিলেন এই তার সময় শেষ এবং তিনি খুব শীঘ্রই মারা যাচ্ছেন। ঠিক তখনই হঠাৎ করে নিজেকে পানির উপর ভেসে উথতে দেখেন এবং মাথা ঝাড়া দেন। প্রথম তিনি বিশ্বাস ই করতে পারছিলেন না যে তিনি সত্যিই তিমির পেট থেকে বেরিয়ে এসেছেন।