জাঙ্গিয়া নিয়ে অসতর্ক হলে রয়েছে পুরুষত্ব হারানোর ঝুঁকি!
আমাদের মাঝে অনেকেই আছেন যারা এক জাঙ্গিয়া অনেকদিন ধরে পড়েন। কিন্তু এটা মোটেই উচিত নয়। প্রতিদিন দাত ব্রাশের মত জাঙ্গিয়াও বদলানো উচিত। চিকিৎসকদের মতে, ১২ ঘণ্টা অন্তর অন্তর জাঙ্গিয়া বদলানো উচিত।
দুই হাজার জনের এক সমীক্ষায় দেখা গেছে, ৪৫ শতাংশ মানুষের অন্তর্বাস না বদলানোর প্রবণতা রয়েছে। এমনকি জাঙ্গিয়া কেমন হওয়া উচিত এসব নিয়েও রয়েছে ছেলে-মেয়েদের জানতে অনিহা। কিন্তু একটু অসচেতন হলে ঘনিয়ে আসতে পারে ভয়াবহ বিপদ।
দেখুন জাঙ্গিয়া ব্যবহারের কিছু নিয়মাবলী যা আমেরিকার 'ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ এন্ড ক্লিনিকাল এক্সিলেন্স' এর এক সমীক্ষায় করা হয়েছে।
১। জাঙ্গিয়া হতে হবে পরিস্কার, সুতি এবং ঢিলেঢালা।
২। খুব বেশি টাইট এবং শক্ত জাঙ্গিয়া কোনভাবেই পরা উচিত হবে না। বিশেষ করে বয়ঃসন্ধির সময়গুলোতে। পলিয়েস্টার ] বা সিনথেটিক জাঙ্গিয়া পরলে পুরুষত্বহীনতাও ঘটার সম্ভাবনা রয়েছে।
৩। রাতে ঘুমানোর সময় অবশ্যই জাঙ্গিয়া খুলে ঘুমানো উচিত। কেননা জাঙ্গিয়া পরিহিত অবস্থায় ঘুমালে শুক্রানু উৎপাদন ব্যহত হয়।