ছবি আদান-প্রদানে নতুন ফিচার আনল ইমো
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            সামাজিক যোগাযোগ মাধ্যম  ইমো নতুন কিছু ফিচার এনেছে। ইমো অ্যাপের নতুন ভার্সন আপডেট করে নিলেই উপভোগ করা যাবে এসব নতুন ফিচার।
নতুন এই ফিচার সম্পর্কে ইমো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের ফিডব্যাকের উপর ভিত্তি করে ইমো সম্প্রতি ছবি শেয়ারের দুটি নতুন অপশন যুক্ত করেছে। নতুন দুটি অপশন হচ্ছে সর্বাধিক ডেফিনিশনের জন্য অরিজিনাল ইমেজ এবং মাঝারি ডেফিনিশনের সাথে হাই কোয়ালিটি। এছাড়াও ইমো বিদ্যমান ডেটা সেভার মুডের জন্য ছবি ডেফিনিশন উন্নত করতে কাজ করছে৷ ভয়েজ মেসেজিং অপশনও এরই মধ্যে চালু হয়েছে নতুন আপডেট হওয়া এই ইমো অ্যাপে।