ঘরে-বাইরে শীতল রাখবে মিনি এসি!
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। রাজধানীসহ দেশের বেশ কয়েকটি স্থানে তাপমাত্রার রেকর্ড। ঘরে-বাইরে তাই কোথাও শান্তি নেই। ঘরে চাইলে ফ্যান কিংবা এসির বাতাস খেয়ে নিজেকে তুষ্ট করতে পারেন। কিন্তু বাইরে?
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। রাজধানীসহ দেশের বেশ কয়েকটি স্থানে তাপমাত্রার রেকর্ড। ঘরে-বাইরে তাই কোথাও শান্তি নেই। ঘরে চাইলে ফ্যান কিংবা এসির বাতাস খেয়ে নিজেকে তুষ্ট করতে পারেন। কিন্তু বাইরে?
তাই সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন ওয়াটার স্প্রে ফ্যান বা পোর্টেবল ইউএসবি ফ্যান। এই মিনি ফ্যান যেমন আপনি রাস্তায় নিয়ে ঘুরতে পারবেন, তেমনি ডেস্কেও রাখতে পারবেন। এটিকে অনেকে মিনি এসিও বলে থাকেন।
বিভিন্ন অনলাইন শপে মাত্র ৪-৫ হাজার টাকা খরচ করেই এই পোর্টেবল স্মার্ট কুলিং ফ্যান কিনে নিতে পারেন। এই মিনি এসিতে রয়েছে একটি এলইডি লাইটও। ফ্যানের ভিতরে কিছু পানি ও বরফের টুকরো ফেলে দিলেই এটি আপনাকে প্রচুর ঠান্ডা বাতাস দিতে পারে। টাইপ সি ক্যাবল দিয়ে যেকোনো জায়গায় এই মিনি এসি চালাতে পারবেন।
What's Your Reaction?