গুগলে পুরুষরা যে জিনিস বেশি সার্চ করে

গুগলে পুরুষরা যে  জিনিস বেশি সার্চ করে
প্রয়োজনীয় কিংবা অপ্রয়োজনীয় ডিজিটাল এই যুগে যেকোনো কিছু অনুসন্ধানের জন্য আমরা গুগলের উপরই ভরসা করে থাকি। যেকোনো বিষয়ে কৌতূহল নিবারণের জন্যও গুগল অদ্বিতীয়। ভারতীয় গণমাধ্যম মতে, গুগলের অন্ধভক্তের সংখ্যাও নেহাত কম নয়। এই সব অন্ধভক্তরা জুতা সেলাই থেকে ঘর সাজানো কিংবা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সব কিছুর জন্যেই গুগলের উপর শতভাগ নির্ভরশীল। ফ্রমমার্স ডট কম এর এক গবেষণায় বেরিয়ে এসেছে পুরুষরা গুগলে যে জিনিস সবচেয়ে বেশি সার্চ করে থাকে। ৬৮ হাজার ৬০০ জন পুরুষ অনুসন্ধান করেছে শীঘ্রপতন আদৌ পুরুষত্বহীনতার লক্ষণ কিনা। আবার ৬৮ হাজার ৪০০ জন গুগলে সার্চ করেছেন শেভ করলে দাড়ি বৃদ্ধি পায় কিনা। ৬১ হাজার ২০০ জন সার্চ করেছেন স্তন ক্যান্সার পুরুষদের হয় কিনা! ৫২ হাজার ১০০ জন সার্চ করেছেন টুপি পড়লে বা চুলে বেনি করলে চুল বেশি ঝরে কিনা। তবে এসব তথ্য গুগল সব সময় সঠিক উত্তর দেয় না। তাই মিলিয়ন মানুষ প্রতি বছর ভুল তথ্যের কারণে সমস্যায় পড়েন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow