সঙ্গমের নেশায় আসক্ত মালাইকা, কী বলছেন ছেলে আরহান....
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            বেশ কয়েক বছর আগেই ডিভোর্স হয় মালাইকা এবং আরবাজ খানের। তবে আরবাজ খানের পর  মালাইকা নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অর্জুন কাপুরের সঙ্গে। মায়ের এই সম্পর্ক নিয়ে কী বলছে ছেলে আরহান?
কিভাবে আরহান মেনে নিয়েছে তার মায়ের চেয়ে ছোট প্রেমিকাকে? মায়ের এই সম্পর্ক নিয়ে মোটেই বিচলিত নন তার পুত্র। বরং পর্দার মত সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবনও যেন নানা রকম গল্পে ঠাসা। তাই বাবা আরবাজ খান কিংবা মা মালাইকা কারোই নতুন সম্পর্ক নিয়ে বিচলিত নন ছেলে আরহান।
মায়ের জন্মদিনে গত বছর প্রেমিক অর্জুন কাপুরকে সাথে পেয়ে বেশ আমুদে ভঙ্গিতেই ছিল আরহান।নাচ থেকে সেলফি পুরো সময়টাই মালাইকা এবং অর্জুন কাপুরের সঙ্গে অনেকটা সময়ই পাড় করেছে আরহান।
তবে শুধু মা মালাইকা নয়, বরং বাবা আরবাজ খানের সাথে মডেল জর্জিয়ার সম্পর্কও বেশ স্বাভাবিক ভাবে নিয়েছেন মালাইকা এবং আরবাজ খানের একমাত্র সন্তান  আরহান।