খেতে খেতে শূন্যেই জমে গেল চাউমিন-ডিম, ভাইরাল ছবি (লিঙ্ক সহ)
পৃথিবীর দুই মেরুর এক মেরুতে প্রচন্ড গরম থাকলে ভিন্ন মেরুতে জাকিয়ে শীত পড়বে এটাই তো বেশ স্বাভাবিক ব্যপার। তাই বলে এতোই ঠান্ডা যে শূন্যেই জমে গেল কিনা চাউমিন-ডিম।
গত বছরের শেষ দিকে এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ার কল্যানে ভাইরাল হয়। কিন্তু ঠিক কোথায় এতোটা ঠান্ডা পড়েছে তা ঠিক স্পষ্ট বুঝা যায় না। ছবিটি টুইটারে পোস্ট করেছেন ওলেগ নামের একজন ইউজার। তিনি সাইবেরিয়ার এক শহরের বাসিন্দা। সুতরাং বলা যায় ছবিটি রাশিয়ার সাইবেরিয়ার। ওলেগ জানিয়েছে, ছবিটি যখন তোলা হয় তখন হিমাঙ্কের তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রির নিচে। অনেকেই আবার কমেন্টে ওলেগের কাছে ভিডিও চেয়েছেন।
https://twitter.com/olegsvn/status/1343308470662045696?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1343308470662045696%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.asianetnews.com%2Finternational%2Fphoto-of-noodles-and-egg-frozen-in-air-in-siberia-goes-viral-alb-qm3hzx