ক্রিপ্টো জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট

ক্রিপ্টো জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট

আজকের এই আর্টিকেল এ আমরা defilliama টুলটির বিভিন্ন ব্যবহার দেখবো। Crypto তে যারা অনেক বছর ধরে আছেন প্রায় অনেকেই এটা ব্যবহার করে থাকেন এবং এই টুলটিকে চিনেন। নিয়মিত ক্রিপ্টো এর data দেখার জন্য এটাকে ইউজ করা উচিত।

এই ফ্রি টুলস দিয়েঃ

  • বিভিন্ন প্রজেক্ট এর TVL(total value locked) Volume Fund raising দেখতে পারবেন
  • বর্তমানে কোন narrative বেশি চলছে সেটা দেখতে পাবেন
  • liamafeed এ বিভিন্ন news দেখতে পাবেন
  • এটার অনেক feature যা একজন crypto এর প্রোফেশনাল একজন user এর জন্য অবশ্যই লাগবে

সুতরাং শুরু করা যাক।

প্রথমে defilliama.com visit করুন। এরপর liamafeed এ গিয়ে বিভিন্ন news দেখতে পাবেন।

cex transperancy option এ গেলে বিভিন্ন exchange এর অবস্থা দেখতে পাবেন, এখানে কতো এমাউন্ট ঢুকতেছে বা ২৪ ঘন্টায় তাদের চেঞ্জ দেখতে পারবেন।

এরপর chains অপশন এ গেলে বিভিন্ন blockchain এর বিভিন্ন ডাটা দেখতে পাবেন।

নিচে থাকা hacks option এ গেলে বিভিন্ন latest hack হওয়া প্রটোকল দেখতে পাবেন।

overview অপশন এ গেলে বিভিন্ন protocol এর ranking দেখতে পাবেন।

Bridge tvl এ গেলে বিভিন্ন protocol এর tvl বা total value locked দেখতে পাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে।

airdrops অপশন এ গেলে বিভিন্ন সামনে এয়ারড্রপ দিতে পারে এমন সব protocol দেখতে পাবেন।

এরপর treasuries option এ গেলে কমন সব প্রটোকল এর ব্যালান্সে এ কি কি জমা আছে সেটা দেখতে পাবেন।

Category option এ গেলে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করে দেখে নিতে পারবেন।

unlocks option এ গেলে বিভিন্ন টোকেন এর সামনের unlocks গুলো দেখতে পারবেন।

একটা coin এর market এ move এর সাথে অন্য coin এর move এর কেমন সম্পর্ক সেটা দেখতে পাবেন এখানে।

মোটামুটি এগুলোই হলো কাজের tools। অন্যান্য কোনো টুলস নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো রাখুন কিংবা এই আর্টিকেল এ কমেন্ট করুন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow