কেউ বলছেন হরর, কেউ বলছেন থ্রিলারঃ ব্যাচ ২০০৩ রিভিউ
গত ৮ এপ্রিল দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ'তে মুক্তি পেয়েছে ব্যাচ ২০০৩ নিয়ে। আজ আমরা আলোচনা করব নতুন এই ওয়েব সিরিজটি নিয়ে। পার্থ সরকার পরিচালিত এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সজল, তাসনুভা তিশা, নওশাবা, শিপনসহ আরও অনেকে।
ব্যাচ ২০০৩'র গল্পটা শুরু হয় মুলত একগুচ্ছ স্কুল ফ্রেন্ডদের দিয়ে। যেসব বন্ধুরা এখন প্রত্যেকেই হয়েছে স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত। কেউ চাকরি, কেউ ব্যবসা আবার কেউ বা স্বামী-সংসার সামলে হয়েছেন পাক্কা গৃহিণী। এসব স্কুল জীবনের বন্ধুরা রিনিউনের মাধ্যমে একতাবদ্ধ হয়েছে। সেখানে হাসি-ঠাট্টা, গল্প গুজবের পাশাপাশি উঠে আসে নিজেদের ভালো-মন্দ নানা রকম অতীত জীবনের স্মৃতি। যা অনেকেই ভালো ভাবে নিতে পারে না।
এসব বন্ধুদের মাঝেই একজন হচ্ছে সুমন, যে কিনা কিছুটা সাইকোটিক সমস্যা হওয়ায় মাঝ পথেই থেমে যায় স্কুল জীবন ও পরবর্তী শিক্ষা জীবনের পথ। কিন্তু সুমনের এই আগমনকে অন্যরা ভালোভাবে নিতে পারেন না। সুমন চরিত্রটিকে আব্দুর নুর সজল বেশ অসামান্য রুপ দিয়েছে, যা সত্যিই প্রশংসার দাবিদার। এছাড়া মারিয়া আছে। আছে মারজানের স্ত্রী আলভি। এছাড়া সেলিব্রেটি চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। ওয়েব সিরিজটিতে তার চরিত্রের নাম এশা।
গল্পেরে এই পর্যায়ে দেখা যায় সুমন রুপী সজলকে নিয়ে থাকে সবার উৎকণ্ঠা। চরিত্র মারজানকে দেখা যাবে সুমনকে নিয়ে তার বাড়তি আতঙ্ক। কেননা এই সুমনকে ঘিরে মারজানের সাথে স্কুল জীবনের রয়েছে নানা ঘটনার ঘনঘটা। স্কুল জীবনে মুলত এই মারজান বা অন্য বন্ধুরা মিলে সুমনকে বুলিং করতো। যেটা স্কুল লাইফে হয়তো দেখা যায় যে কয়েকজন মিলে একজন দুর্বল কাউকে খোঁচানোর ব্যাপারটা। একই সাথে দেখা যায় শারীরিক নির্যাতন করতেও। ঠিক এমনই স্কুল জীবনে দুর্বল এক বন্ধু সুমন। যাকে নিয়ে সবাই মজা নেয়। তাই এই রিনিউনে সুমনের আসাটা বাকিদের মনে বেশ স্বাভাবিক ভাবেই ভয়ের উদ্রেক করে। এরই মাঝে হঠাৎ করে জানা যায় কেউ একজন খুন হয়েছে। কিন্তু কে খুন করেছে বা কাকে খুন করেছে এসব সুত্র ধরেই গল্প এগিয়ে যেতে থাকে।
এ তো গেল গল্পের কথা, অভিনয়েও সজলের পাশাপাশি অন্যদের চরিত্র ফুটিয়ে তুলতেও বেশ স্বকীয়তার পরিচয় দিয়েছে। যাদের মধ্যে রয়েছে নওশাবা, শিপন, তাসনুভা তিশা। রাফায়েল আহসানের গল্পে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন পার্থ সরকার।
সাইকো থ্রিলার ধর্মী এই ওয়েব সিরিজটি দেখতে চোখ রাখুন ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ তে। মাত্র ৯ টাকার বিনিময়ে পেয়ে যাবেন এক অনন্য থ্রিলারের স্বাদ।
ওয়েব সিরিজঃ ব্যাচ ২০০৩
গল্প: রাফায়েল আহসান
স্ক্রিপ্ট, সংলাপ এবং পরিচালনা: পার্থ সরকার
অভিনয়: আবদুন নূর সজল, কাজী নওশাবা আহমেদ, শিপন মিত্র, তাসনুভা তিশা, ক্রিস্টিয়ানো তন্ময়, মৌসুম, শারমিন আখি, আনিকা তাবাসসুম, তৌহিদুল ইসলাম তাইফ, ফজলে রাব্বি, মাসুম, সোহেলী, জান্নাত, সাগর, সাকিব প্রমুখ
ডিওপি: মিছিল সাহা।
ওটিটি প্ল্যাটফর্ম: বিঞ্জ