কলকাতার মুভি এম্বিয়েন্সে 'শিবপুর' ভাল চেষ্টা।
এক্সপেকটেশন অনুসারে ততটা ভাল হয় নি, তবে কলকাতার মুভি এম্বিয়েন্সে 'শিবপুর' বেশ ভাল চেষ্টা। স্বস্তিকা, পরম, রজদাভ, খরাজের মত স্টার পারফর্মারদের এমন রাফ এন্ড টাফ গ্যাং একশন মুভি প্রেজেন্স ভাল ছিল গল্পটা আরেকটা ভালভাবে দাঁড় করাতে পারে নি, এই আফসোস!
এক্সপেকটেশন অনুসারে ততটা ভাল হয় নি, তবে কলকাতার মুভি এম্বিয়েন্সে 'শিবপুর' বেশ ভাল চেষ্টা। স্বস্তিকা, পরম, রজদাভ, খরাজের মত স্টার পারফর্মারদের এমন রাফ এন্ড টাফ গ্যাং একশন মুভি প্রেজেন্স ভাল ছিল গল্পটা আরেকটা ভালভাবে দাঁড় করাতে পারে নি, এই আফসোস!
শিবপুরের গল্প শুরু হয় বর্তমান সময়ের অবসর নেয়ার এক সাবেক এনকাউন্টার স্পেশালিস্ট আহমেদের বয়ানে। শিবপুর জায়গাটা দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হয়ে উঠে আলোচিত ও সরকারের জন্য অস্বস্তির। এক সরকারি চাকুরেকে তার স্ত্রী মন্দিরার সামনে মেরে ফেলার পর সুষ্ঠু বিচার না পেয়ে মন্দিরা নিজেই গ্যাং সাপোর্ট নিয়ে তৃতীয় পক্ষ হিসাবে আবর্তিত হয়। আহমেদ কি এই শিবপুরকে শান্ত করতে পারবে কী না, সেই কাহিনি বাকি সিনেমায়।
স্বস্তিকা স্ত্রী ও গ্যাং লিডার হিসাবে বেশ ভাল করেছে। খরাজ, রজদাভও তাদের এক্সেন্স ও পারফরম্যান্স জমিয়েছেন। তবে হতাশ হয়েছি পরমব্রতকে দেখে, যতটা ভয়ানকভাবে তাকে বলা হলো ততটা দেখানো হয় নি। তবে মমতা শঙ্কর দারুন একটা রোল করেছেন। গল্প ও ক্লাইম্যাক্স আর দশট গ্যাং মুভি থেকে আলাদা না, ভায়োলেন্সও খারাপ দেখায় নি। তবে শুধু একে অন্যকে মারা আর গোলাগুলি, চেজিং ছাড়া তেমন কিছু দিয়ে আলাদা মাত্রা আনতে পারে নি। অরিন্দম ভট্টাচার্য এর আগের থ্রিলার সিনেমাগুলো ভিন্ন আস্পেক্টে ভালই করেছেন, এই জনরায় আরো হাত পাকাতে হবে। কলকাতার পারস্পেক্টিভে এই কমার্শিয়াল সিনেমার চেষ্টাটা ভাল লেগেছে।
Rating 6/10
What's Your Reaction?