কম দামে নতুন আইফোন, রয়েছে যেসব সুবিধা...

কম দামে নতুন আইফোন, রয়েছে যেসব সুবিধা...
আইফোন মানেই যেন দামি কিছু। মধ্যবিত্তদের ধরা ছোয়ার বাইরেই যেন তা সব সময়। তবে এমন প্রকট যুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ২০২০ সালে অ্যাপল কোম্পানি বাজারে আনে ৩৯ ডলার অর্থাৎ প্রায় ৩৪ হাজার টাকায় নতুন মডেলের আইফোন বাজারে আনে। কিন্তু দুঃখজনকভাবে অই বছরই আবার লাপাত্তা হয়ে যায় অই ফোনটি। এরপর অ্যাপল কোম্পানি একাধিক মডেলের হ্যান্ডসেট পরবর্তী বছরগুলোতে বের করলেও সবগুলোর দামই ছিল আকাশ ছোয়া। এবার ২০২২ সালে সবাইকে চমক দিয়ে মাত্র ৪২৯ ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৩৭ হাজার আবারও মধ্যবিত্তদের আইফোন কেনার সুযোগ দিল অ্যাপল কোম্পানি। নতুন এসই মডেলের এই ফোনে পাওয়া যাবে আইফোন ১৩'র ছোয়া। বিশেষ করে প্রসেসর ও সফটওয়্যার যেহেতু একই একই৷ তাই আশা করা হচ্ছে দারুণ সাফল্য পাবার৷

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow