রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েই গেছে, শুধু বাকি আইনি' প্রক্রিয়া

কখনো বিদ্যা সিনহা মীম, কখনো সুনেরাহ, আবার কখনো অন্য কেউ, সাম্প্রতিক সময়ে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন পরীমণির স্বামী শরিফুল রাজ।

রাজের সঙ্গে বিচ্ছেদ হয়েই গেছে, শুধু বাকি আইনি' প্রক্রিয়া

কখনো বিদ্যা সিনহা মীম, কখনো সুনেরাহ, আবার কখনো অন্য কেউ, সাম্প্রতিক সময়ে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন পরীমণির স্বামী শরিফুল রাজ। এসময় পরী-রাজের দাম্পত্য কলহের কথাও উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। তবে সব ছাপিয়ে নায়িকা পরীমনি এবার সরাসরি খবর দিলেন বিবাহ বিচ্ছেদের। পরীমণির ভাষ্যমতে, গত ২০ মার্চ বাড়ি ছেড়ে চলে যান রাজ। বর্তমানে তারা আলাদাই থাকছেন। 

গণমাধ্যমে দেয়া বক্তব্যে পরী বলেন, বিচ্ছেদ এখন সময়ের ব্যাপার মাত্র। ২০ মে নিজের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে রাজ। এরপর থেকে সে আর বাসায় ফিরে নি। ফোনটাও ধরছে না। এরপর সেলিম ভাই ও তার বউ তাকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। আসার আগে সেলিম ভাই আমাকে ফোনে জানিয়েছিলেন, আমি রাজকে সঙ্গে নিয়ে তোমার বাসায় আসছি৷ এসে বলেন রাজ তোমার সাথে থাকতে চায় না। নিজেদের বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করতে পারো। আমি বললাম, ও আমার সঙ্গে থাকতে চায় না। তাহলে অই আমাকে ডিভোর্স দিক। আমি কেন দিব?'

বাচ্চার বিষয়ে পরী বলেন, বাচ্চা আমার সাথেই থাকবে৷ তবে বিচ্ছেদ হওয়ার পর সে অবশ্যই বাচ্চা দেখতে আসতে পারবে৷ 

পরীমনি আরও বলেন, ও (রাজ) তো আমাকে ছেড়েঅ চলে গেছে। বিচ্ছেদ তো হয়েই গেছে৷ আমি আর কল্পনাতেও ভাবতে চাই না শরীফুল রাজ আমার জামাই। আমি চাই সে আমাকে তালাক দিয়ে দিক। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow