এসেছে বাংলা কিউআর কোড সিস্টেম!
 
                                                                                                    এসেছে বাংলা কিউআর কোড সিস্টেম!
আমরা অনেকেই আছি যারা, বাইরে থেকে কিছু কেনাকাটা করতে পছন্দ করি। মাঝেমধ্য আমরা ক্যাশ এর পাশাপাশি কার্ড বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করি পেমেন্ট এর জন্য। এই সুবিধাগুলো আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। বিভিন্ন বড়ো বড়ো সুপার শপ গুলোতে বা রেস্টুরেন্ট গুলোতে পেমেন্ট এর জন্য কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে হয়।
কিন্তু এই জন্য বিভিন্ন ফিনান্সিয়াল সার্ভিস একাউন্ট থেকে পেমেন্ট করতে হয় তার কারণ হলো সব মার্চেন্ট এর কাছে আপনার ব্যবহৃত সার্ভিস নাও থাকতে পারে। যা, আপনার জন্য ঝামেলা, এই সমাধান এনেছে বাংলা কিউআর, যা মূলত বাংলাদেশ ব্যাংক থেকে উদ্ভাবিত একটি ডিজিটাল ওয়ালেট। এটির মাধ্যমে ক্যাশলেস পেমেন্ট করতে পারবেন কিউআর কোড ব্যবহার করেই আর এই বাংলা কিউআর এর বড় সুবিধা হলো বাংলাদেশের সমস্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসও এটাকে সাপোর্ট করে যা ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক।
এই কিউআর কোড স্ক্যান করে আপনার ব্যবহৃত সার্ভিস এর সাহায্যে সরাসরি কোনো ঝামেলা ছাড়াই পেমেন্ট করতে পারবেন অনায়াসে। আর এটির বড়ো সুবিধা হলো আলাদা করে সার্ভিস চার্জ প্রদান করতে হবে না সরাসরিই পেমেন্ট করা যায়। বর্তমানে ঢাকার বিভিন্ন সুপারশপ গুলোতে এই বাংলা কিউআর এর প্রচলন শুরু হয়েছে। ধীরে ধীরে সারা বাংলাদেশে এটি চালু হবে আর তখন গ্রাহকরা পেমেন্ট এর সময় নিশ্চিন্তে নিজের ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারবেন।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	