এমাজন এফিলিয়েট মার্কেটিং (Amazon Affiliate) কি?

এমাজন এফিলিয়েট, এফিলিয়েট মার্কেটিং, এমাজন এফিলিয়েট মার্কেটিং, মার্কেটিং টিউটোরিয়াল পার্ট ১

এমাজন এফিলিয়েট মার্কেটিং (Amazon Affiliate) কি?

এমাজন এফিলিয়েট মার্কেটিং (Amazon Affiliate) কি?

  ​খুব সহজে বলতে হলে এমাজন এফিলিয়েট মার্কেটিং এমন একটি সিস্টেম যেখানে আপনি এমাজন এর কিছু প্রোডাক্ট অনলাইনে আপনার ওয়েবসাইটে প্রোমট করবেন। আপনার করা প্রমোশান থেকে ওই পণ্যটি সেল হলে আপনি সেখান থেকে একটি কমিশন পাবেন।     ধরা যাক, এমাজনে একটি টিভি সেল হচ্ছে ৫ হাজার ডলারে, এখন আপনার একটা সাইট আছে আর সেখানে আপনি জানালেন যে ওই টিভিটা বেশ ভালোমানের। অর্থাৎ আপনার ওয়েবসাইটে অই টিভি কিংবা টিভির ব্র‍্যান্ড সম্পর্কে ডিটেইলস আপনি দিয়ে দিলেন। এরপর আপনার ওয়েবসাইট থেকে যখন কোনো ভিজিটর এমাজনে গিয়ে যদি ওই টিভিটা কিনে তাহলে আপনি সেখান থেকে একটা এমাউন্ট কমিশন পাবেন। ধরে নিলাম সেটা ৪% অর্থাৎ ৫ হাজার ডলারের একটা প্রোডাক্ট কেউ কিনলে সেখান থেকে আপনি ২০০ ডলার পেয়ে যাবেন।  

​অ্যামাজন নিশ সাইট কি?

  ​নিশ (Niche) শব্দটির বাংলা অর্থ হলো কোনো একটি সিলেক্টেড বিষয়। আপনি যখন এমাজন নিশ সাইট করবেন, তখন যেকোনো একটা ​নির্দিষ্ট নিশ বা বিষয়ের উপর ওয়েবসাইট বানাতে হবে। এরপর আপনার কাজ হবে আপনার তৈরি করা ওয়েবসাইটিতে ভিজিটর পাঠানোর ব্যাবস্থা করা। নিশ সাইট বিভিন্ন রকমের হতে পারে, ট্রাভেল, টেক, হেলথ এগুলো ব্রড নিশ হিসেবে পরিচিত শব্দ। আবার ট্রাভেলের মধ্যে হাইকিং, ক্যাম্পিং আর টেক এর মধ্যে মোবাইল, ক্যামেরা, হেডফোন এরকম সাব নিশ থাকতে পারে। নিচের ছবিটি খেয়াল করুনঃ   ​আবার কিছু সাইট হয় মাল্টি নিশের। এ সকল ধরনের ওয়েবসাইটে কিচেন, ট্রাভেল, হোমইম্প্রুভমেন্ট সহ সকল ধরণের ক্যাটাগরির প্রোডাক্টই রিভিউ করা হয়। তবে অতি সম্প্রতি গুগলে (Expertise + Authority + Trustworthiness) EAT আপডেট এর পর অনেকেই মাল্টি নিশে সাইট করা থেকে বিরত থাকতে বলছেন।   ​কয়েকটি নিশ ওয়েবসাইটের উদাহরণ –  

​10beasts.com - বিখ্যাত অ্যামাজন এফিলিয়েট টেক নিশ ওয়েবসাইট।

​tripsavvy.com - ট্রাভেল নিশ ওয়েবসাইট। 

​toptenreviews.com - মাল্টি নিশ ওয়েবসাইট। 

beehorn.com - বেবি আইটেম এবং গেমিং নিশ সাইট

 

​প্যাসিভ ইনকাম কি?

অনলাইন মার্কেটিং কমিউনিটিতে যারা টুকটাক ঘুরাফেরা করেন তারা হয়তো “প্যাসিভ ইনকাম” শব্দটির সাথে পরিচিত। এমাজন এফিলিয়েট থেকেও প্যাসিভ ইনকাম করা সম্ভব।   কিন্তু এই প্যাসিভ ইনকাম শব্দটির অর্থ কি? প্যাসিভ ইনকাম এর অর্থ জানতে হলে আপনারকে “একটিভ ইনকাম” এর সম্পর্কে জানতে হবে।  

➤​এক্টিভ ইনকাম

​সোজাভাবে বললে, এক্টিভ ইনকামের অর্থ হলো “নির্দিষ্ট সময়ে শ্রমের বিনিময়ে প্রাপ্য পারিশ্রমিক” ধরা যাক আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন। একটি কাজ ৩ ঘন্টায় শেষ করে আপনি ৫০০০ টাকা পারিশ্রমিক পেলেন, এটি হলো আপনার এক্টিভ ইনকাম। এছাড়া আপনি আপনার অফিসে কাজ করে মাস শেষে যে পারিশ্রমিক পান সেটিও একটিভ ইনকামের মধ্যে পড়ে। আমাদের ইনকামের বেশিরভাগই একটিভ ইনকাম   ​➤একটিভ ইনকামের কিছু অসুবিধাঃ   ☞​একটিভ ইনকাম ফ্লেক্সিবল না ☞পারিশ্রমিক পেতে অন্যের উপর নির্ভরশীল থাকতে হয়। ☞ঝামেলা হলে, চাকরি চলে যাওয়ার আশংকা থাকে ☞নির্দিষ্ট সময় (৯টা – ৫টা) কর্মক্ষেত্রে বসে থাকতে হয়। ☞এক্টিভ ইনকাম সীমিত এবং নির্দিষ্ট পরিমাণ হয়।  
➤​প্যাসিভ ইনকামঃ
প্যাসিভ ইনকাম হলো এমন এক ধরণের ইনকাম ব্যাবস্থা, “যেটি করতে গেলে আপনাকে সবসময় এর সাথে লেগে থাকত হবে না”। এর বাস্তবিক উদাহরণ হিসেবে বলা যায়, আপনি একটি বাড়ি বানালেন এরপর পাঁচ জন ভাড়াটিয়াকে বাড়ির ৫টি রুম ভাগ করে রাখলেন। আয় করার জন্য প্রতিমাসে ভাড়া উঠানোর বাদে আপনাকে খুব বেশি আর কোনো কাজ করতে হচ্ছে না।   ​এটা অফলাইনে প্যাসিভ ইনকামের চমৎকার একটি এক্সাম্পল । অনলাইনেও বিভিন্ন জনপ্রিয় প্যাসিভ ইনকামের মধ্যে পপুলার হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। পার্ট ২ এ বিস্তারিত আলোচনা থাকছে নিশ সিলেকশন এবং অন্যান্য নিয়ে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow