এই গ্রামে পঞ্চাশ পেরোলেই অন্ধ হয়ে যান সব পুরুষ! কেন?
সবুজ-শ্যামল সুন্দর এক পাহাড়ি গ্রাম। অথচ দুর্ভাগ্য সেই গ্রামের একটা নির্দিষ্ট বয়সের মানুষেরই নেই সেই মুগ্ধ করা প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করার৷ কেননা এই গ্রামে পুরুষেরা বয়স পঞ্চাশ পেরুলেই হয়ে যান অন্ধ।
উত্তর আমেরিকার এক দেশ পেরুর প্রত্যন্ত গ্রামের এমনই পরিণতি। উত্তর আমেরিকার প্রতিটি শহরই ফুটবলের দেশ হিসেবে অত্যন্ত জনপ্রিয়৷ শহর পেরুও তার ব্যতিক্রম নয়।
পেরুর ছোট পাহাড়ি গ্রাম প্যারান। গ্রামের লোকসংখ্যা মাত্র ৩৬০ জন। আবার এদেরই ৭০ শতাংশ লোক অন্ধ৷ অনেকে গ্রামটিকে অন্ধ গ্রাম হিসেবেও বিবেচনা করে থাকে। কিন্তু কী এর কারণ?
বিশেষজ্ঞদের মতে, সমস্যা মূলত জিনগত। প্রায় তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামের বেশিরভাগ মানুষ চোখের রেটিনাইটিস রোগে আক্রান্ত। যার প্রভাবে একটা সময় চোখের টানেল ভিশন নষ্ট হয়ে যায়৷ বহুকাল আগে সাতটি পরিবার সাথে করে নিয়ে আসে এই রোগ। তারপর থেকেই এখানে এই অবস্থা।