উদ্দাম 'সহবাস' কিংবা শরীরী নেশাতে নয়, মালাইকার এই গুণেই মুগ্ধ অর্জুন কাপুর! কী সেটা?
আরবাজ খানের সাথে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন মালাইকা এবং বর্তমানে তিনি অর্জুনের সাথে লিফ ইন টুগেদার আছেন। ছেলে আরহানকে সাথে নিয়ে বেশ সুখেই আছেন মালাইকা। এদিকে শুধু মালাইকা নন, তার চেয়ে ১০ বছরের ছোট অর্জুনও যেন মুগ্ধ জীবনসঙ্গীকে নিয়ে।
সম্প্রতি দুজনের প্রেমের রসায়ন নিয়ে মুখ খুলেছেন অর্জুন কাপুর। ৪৮ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা৷ বিভিন্নভাবে খবর হয়ে একের পর এক পত্রিকার শিরোনাম হচ্ছেন মালাইকা-অর্জুন। এবং এসব ব্যপারেই তারা যেন বেশ সিদ্ধহস্ত। দুজনের সম্পর্কের রসায়ন নিয়ে নেটদুনিয়ায় আলোচনাও তুঙ্গে।
এদিকে লিফ ইন টুগেদার এ থাকা অর্জুন সম্প্রতি প্রশংসায় ভাসিয়েছেন মালাইকাকে। তার ভাষায়, ওকে কোনদিন কোন অভিযোগ করতে শুনিনি। ২০ বছর বয়স থেকে ক্যারিয়ার শুরু করে একজন সাবলম্বী মহিলা হিসেবে যেভাবে একা হাতে সবকিছু সামলাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। প্রতিদিনই ওর কাছ থেকে নতুন অনেক শিখছি আমি।