কেমন লাগলো 'ব্রাহ্মাস্ত্রা' (BRAHMASTRA)?

সত্যি বলতে আমার ভালো লাগে নি! আপনি 'অস্ত্রভার্স' বলেন, 'মিথোলজি' ইন্সপিরেশন বলেন আর হাই অক্টেন ভিএফএক্স বলেন, গল্পে পুরো ছকের ধারণাটা ভাল না,

কেমন লাগলো  'ব্রাহ্মাস্ত্রা' (BRAHMASTRA)?

সত্যি বলতে আমার ভালো লাগে নি! আপনি 'অস্ত্রভার্স' বলেন, 'মিথোলজি' ইন্সপিরেশন বলেন আর হাই অক্টেন ভিএফএক্স বলেন, গল্পে পুরো ছকের ধারণাটা ভাল না, যথেষ্ট কানেক্টিং না হলে লম্বা পথ পাড়ি দেওয়াটা কষ্টের হয়। আমার জন্য এই সিনেমা শেষ করা তেমন কষ্টের ছিল। 

গল্প আহামরি কিছু না। নির্মাতা অয়ন মুখার্জি ছোট থেকেই এসব মিথোলজিতে খুব প্রভাবিত, তাই এত বড় স্বপ্নটা সে মিথোলজি আশ্রয় করে এগিয়েছে। এটা বলিউডি ধাঁচ, পাবলিক কানেক্টিং মেথডে বেশ ভাল চয়েস। এ ছাড়া এ সিনেমায় গল্প, স্ক্রিপ্ট, পারফরম্যান্স কিছুই ভাল লাগে নি। তবে ভিএফএক্স ও সিজির কাজ যথেষ্ট উন্নতমানের, শাওহরুখ নাগার্জুনা দুজনেই ভাল করেছেন। সিনেমার ডায়লগ গত কয়েক বছরে সবচেয়ে বাজে।

শিবা এই সিরিজের প্রথম পার্ট। শিবা একজন ডিজে, দুর্গাপূজার রাতে তার চোখে পড়ে ইশাকে। ইশা লণ্ডনপ্রবাসী হলেও তার মাঝে একটা সিঙ্গেল পারসোনালিটি নাই। শিবা লিফটে ঝুলে তার কাছে আসতেই সে অটো প্রেমে পড়ে যায়। তবে শিবার কিছু গোপন ব্যাপার আছে যা জানার পর ইশা চমকায় তবে হাত ছাড়ে না। এদিকে শিবা স্বপ্নে এমনকিছু দেখে যা বাস্তবে ঘটতে থাকে। সে ভবিষ্যত বিপদ ঠেকাতে ইশাকে সাথে নিয়ে যাত্রা করে। এর আগে ও পরে ব্রহ্মশক্তি, অস্ত্রের ভাগ ও শক্তির প্রাইয়োরিটি লেভেল সম্পর্কে খুব বোরিং ধারণা দেয়া হয়। রনবীর, আলিয়া, অমিতাভ কারো অভিনয় ভাল লাগে নাই, আমি দুঃখিত। মিউজিক ভাল তবে অসাধারণ না। ক্লাইম্যাক্স খুব বিরক্তিকর।

personal  4/10

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow