ইন্টারনেট বন্ধ থাকলেও চুরি হওয়া ফোন খুঁজে পাবেন!

ইন্টারনেট বন্ধ থাকলেও চুরি হওয়া ফোন খুঁজে পাবেন!

ইন্টারনেট বন্ধ থাকলেও চুরি হওয়া ফোন খুঁজে পাবেন!

এখন থেকে ইন্টারনেট না থাকলেও খুব সহজেই খুঁজে পাওয়া যাবে চুরি হয়ে যাওয়া Android ফোন, Google এনেছে নয়া ফিচার!

শুরুতেই জানিয়ে রাখি, গুগল প্লে স্টোর (Google Play Store)-এ ফাইন্ড মাই ডিভাইস (Find My Device) নামক একটি অ্যাপ আছে, যার সাহায্যে ব্যবহারেকারীদের চুরি যাওয়া ফোন খুঁজে পেতে সহায়তা করবে। তবে এক্ষেত্রে সমস্যাটা হল, ফোনের নেট অন না থাকলে কিন্তু এই অ্যাপ কোনোভাবেই কাজ করবে না আর। তবে সমস্যার সমাধান করতেই হালফিলে একটি নতুন আপডেট এনেছে গুগল। সম্প্রতি টেক জায়েন্টটির পক্ষ থেকে জানা যায় যে, আলোচ্য ফিচারটি আগামী দিনে Find My Device অ্যাপেই উপলব্ধ হয়ে থাকবে। সহজে বললে, উক্ত অ্যাপটি ব্যবহার করলেই ব্যবহারকারীরা নয়া ফিচারটি ব্যবহার করতে সক্ষম হবেন, যার কারণে চুরি হওয়া ফোনের নেট অন না থাকলেও অতি অনায়াসে সেটির লোকেশন জেনে ফেলা যাবে। ফলে আসন্ন ফিচারটি যে ব্যবহারকারীদেরকে বিশেষভাবে উপকার করবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।

কীভাবে ব্যবহার করবেন Find My ডিভাইস অপশনটি?

অ্যাপ ছাড়াও ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করতে হলে ইউজারদের প্রথমে ব্রাউজারে গিয়ে android.com/find ওয়েবসাইট এ যেতে হবে। এরপর চুরি হয়ে যাওয়া ফোনটিতে যে অ্যাকাউন্ট দিয়ে লগইন করা ছিল, সেই একই গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন হবে। এরপর অনেকগুলি অপশনের দেখা যবে। এর মধ্যে প্লে সাউন্ড অপশনটি বেছে নিলে সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে করা থাকলেও চুরি যাওয়া ফোনটি ফুল ভলিউমে টানা ৫ মিনিট ধরে বাজবে। এর ফলে ফোনটি আশেপাশে কোথাও থাকলে খুব সহজেই সেটি খুঁজে পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা। আবার, সিকিওর ডিভাইস অপশনে ক্লিক করলে পিন, পাসওয়ার্ড বা স্ক্রিন লকের মাধ্যমে দূর থেকেই ফোনটিকে লক করতে পারা যাবে। তদুপরি, পিন/ পাসওয়ার্ড/ সাধারণ স্ক্রিন লকের সাথে যে-কোনো কন্ট্যাক্ট নম্বর বা মেসেজও সংযুক্ত করা যায়। এর ফলে কেউ ফোনটি খুঁজে পেলে তিনি তার মালিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

এছাড়া, ইরেজ ডিভাইস বিকল্পটির সাহায্যে ফোনে মজুত থাকা যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফোল্ডার ডিলিট করে দিতে পারবেন ব্যবহারকারীগণ, যাতে অন্য কেউ কোনোভাবেই সেগুলোর অ্যাক্সেস কেউ পেতে না পারে। এক্ষেত্রে বলে রাখি, এতোদিন পর্যন্ত এই সকল কাজ করার জন্য কিন্তু চুরি যাওয়া ফোনের নেট অন থাকা মেন্ডেটরি ছিল। তবে ইউজারদেরকে খুশি করতে Google সম্প্রতি জানিয়েছে দেয় যে, আলোচ্য নয়া ফিচারটির আগমন ঘটলে ইন্টারনেট ছাড়াই এই অপশনগুলিকে অ্যাক্সেস করা যাবে। কিন্তু ঠিক কবে থেকে বিনা ইন্টারনেটেই এই সকল কাজ করা সম্ভব হবে, সে সম্পর্কে সংস্থার তরফে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow