ইউটিউব কমিউনিটি ট্যাব ট্রিক
ইউটিউব কমিউনিটি ট্যাব ট্রিক
কমিউনিটি ট্যাব কি? কমিউনিটি ট্যাব হলো ইউটিউব এর একটা ফিচার যার মাধ্যম যেকোনো ইউটিউবার ফেসবুক এর মতোই স্ট্যাটাস আপডেট করতে পারে তবে সেটা শুধুমাত্র তাদের সাবস্ক্রাইবার যারা তাদের কাছেই পৌঁছায়। কমিউনিটি ট্যাব এর সুবিধাঃ কমিউনিটি ট্যাব থেকে Text,images/GIFS, polls, videos ইত্যাদি পোস্ট করা যায়। Source: YouTube Community আগে ইউটিউব থেকে কমিউনিটি ট্যাব পেতে মিনিমাম ১০০০ সাবস্ক্রাইবার লাগতো। এখন মাত্র ৫০০ সাবস্ক্রাইবার হলেই পাওয়া যাবে এই কমিউনিটি ট্যাব। [বিঃ দ্রঃ] ৫০০ সাবস্ক্রাইবার complete হওয়ার পর কমিউনিটি ট্যাব পেতে ম্যাক্সিমাম ১ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানায় ইউটিউব। তাই ইউটিউবারদেরকে কিছুটা ধৈর্য ধরতে হবে কমিউনিটি ট্যাব পেতে। কবে থেকে বাস্তবায়ন হবে? এই আপডেটটি বাস্তবায়ন হতে চলছে ১২ অক্টোবর, ২০২১ থেকে বলে জানিয়েছে ইউটিউব ☞ চলে যাচ্ছে Discussion Tab ইউটিউব তাদের টুইটার এ আরো জানায় ১২ অক্টোবর থেকে সকল ইউটিউবার এর কাছ থেকে Discussion ট্যাব চলে যাবে। Discussion ট্যাব ইউটিউব এর একটা পুরনো ফিচার যেটায় শুধু টেক্সটই পোস্ট করা যায় কিন্তু কমিউনিটি ট্যাবে Text এর পাশাপাশি images/GIFS, polls, videos পোস্ট করা যায়। তাই ১২ অক্টোবর এর পর থেকে ইউটিউব এর এই পুরনো ফিচারটিকে রিপ্লেস করে দিবে কমিউনিটি ট্যাব। তবে ১২ অক্টোবর এর আগ পর্যন্ত Desktop থেকে এই Discussion ফিচারটি এক্সেস করা যাবে।What's Your Reaction?