ইঁদুর মারার নিয়োগ বিজ্ঞপ্তি! বেতন ১ কোটি ৭০ লাখ টাকা…
ইঁদুরের উপদ্রব নিয়ে নানা দেশে নানা উৎপাতের খবর প্রচলিত আছে। তবে ইঁদুর মারার জন্য নিয়োগ বিজ্ঞপ্তির খবর বোধহয় সেই তুলনায় আশ্চর্য্যের খবরই বটে। আর বেতন বেতন ১ কোটি ৭০ লাখ টাকা…
 
                                                                                                    ইঁদুরের উপদ্রব নিয়ে নানা দেশে নানা উৎপাতের খবর প্রচলিত আছে। তবে ইঁদুর মারার জন্য নিয়োগ বিজ্ঞপ্তির খবর বোধহয় সেই তুলনায় আশ্চর্য্যের খবরই বটে। আর বেতন বেতন ১ কোটি ৭০ লাখ টাকা…
শুনে অবাক লাগলেও ঘটনা সত্য। আমেরিকার নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি। নিউইয়র্ক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথশ আট মাসে ইঁদুরের উৎপাতের অভিযোগ দুই বছর আগের একই সময়ের তুলনায় কমপক্ষে ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাই শহর পরিষ্কার ও ইদুর উৎপাত থেকে মুক্তি পেতে 'ইঁদুর অপসরনকারী' নিয়োগ দিতে চায় নিউইয়র্ক কর্তৃপক্ষ। আর এই পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশী টাকায় যা ১ কোটি ৭০ লাখ টাকার বেশি।
নিউইয়র্ক মেয়র এরিক অ্যাডামস এক টুইট বার্তায় চাকরির বিজ্ঞাপন দিয়ে জানিয়েছেন, আমি ইদুঁর সবচেয়ে অপছন্দ করি। আপনার যদি নিউইয়র্ক সিটির ইঁদুরগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রয়োজনীয় প্রেরণা, সংকল্প এবং কিলার ইনস্টিংক্ট থাকে তাহলে আপনার জন্য 'স্বপ্নের চাকরি' অপেক্ষা করছে।'
নিয়োগপ্রাপ্ত এই ইদুর অপসরনকারী কর্মকর্তা সরাসরি নিউইয়র্কের ডেপুটি মেয়রের কাছে রিপোর্ট করবে। তবে শর্ত হচ্ছে আবেদনকারীকে অবশ্যই নিউইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে। ব্যাচেলর ডিগ্রির পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকতে হবে।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    ![মানুষ কেনো স্বপ্ন দেখে [অন্ধ মানুষের স্বপ্ন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা]](https://duronta.com/wp-content/uploads/2021/05/20210515_005829-1-650x433.jpg) 
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	