অ্যান্ড্রয়েড ফোনের কলও রিসিভ করা যাবে ল্যাপটপ এবং কম্পিউটারে, জেনে নিন পদ্ধতি:

অ্যান্ড্রয়েড ফোনের কলও রিসিভ করা যাবে ল্যাপটপ এবং কম্পিউটারে, জেনে নিন পদ্ধতি:

অ্যান্ড্রয়েড ফোনের কলও রিসিভ করা যাবে ল্যাপটপ এবং কম্পিউটারে,পদ্ধতি গুলো নিম্নরুপঃ

*স্মার্টফোনে ডাউনলোড করতে হবে একটি অ্যাপ -

অ্যাপল ব্যবহারকারীরা আইওএস ডিভাইসে AirDrop অ্যাপর সাহায্যে ম্যাকবুক ও আইপ্যাডে ফোন কল রিসিভ করতে পারেন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কম্পিউটার এবং ল্যাপটপে একই ভাবে ফোন কল রিসিভ করার জন্য গুগল প্লে স্টোর থেকে ‘Link To Windows’ অ্যাপ ডাউনলোড করতে পারেন। এটি সম্পূর্ণ বিনামূল্যে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা সম্ভব। এই অ্যাপ ডাউনলোড করার পর লোকেশনের অনুমতি দিতে হবে। এরপর ব্লু-টুথ এবং ওয়াই-ফাইয়ের সাহায্যে স্মার্টফোনের সঙ্গে কম্পিউটারের সংযোগ করতে হবে।

*কম্পিউটারে ডাউনলোড করতে হবে এই অ্যাপ -

উইন্ডোজ ব্যবহারকারীদের কম্পিউটার এবং ল্যাপটপে ফোন কল রিসিভ করার জন্য মাইক্রোসফট স্টোর থেকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারের নাম হল Phone Link। এটি মাইক্রোসফট স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এর মাধ্যমে ল্যাপটপ ও কম্পিউটারের সঙ্গে ফোন সংযুক্ত করা যাবে। এর জন্য দু’টি ডিভাইসেই ব্লু-টুথ এবং ওয়াই-ফাই থাকা প্রয়োজন। ব্লু-টুথ এবং ওয়াই-ফাইয়ের সাহায্য ছাড়া ফোনের সঙ্গে কম্পিউটার সংযুক্ত করা যাবে না।

*স্মার্টফোনের সঙ্গে কম্পিউটার কানেক্ট করার উপায় -

১ - স্মার্টফোনের সঙ্গে কম্পিউটার যুক্ত করার জন্য স্মার্টফোনে লিঙ্ক টু ইউন্ডোজ অ্যাপ খুলতে হবে।

২ - একই ভাবে কম্পিউটারে ফোন লিঙ্ক সফটওয়্যারে ডাবল ক্লিক করে সেটি খুলতে হবে।

৩ - এরপর স্মার্টফোনে স্ক্যান করতে হবে।

৪ - স্ক্যান করার পরে ইউন্ডোজ কম্পিউটারে ক্লিক করতে হবে।

৫ - এরপর কম্পিউটারে গিয়ে স্মার্টফোনকে অনুমতি দেওয়ার জন্য ‘ওকে’ করতে হবে।

৬ - কম্পিউটারে কল লগ এবং ডায়লার দেখা যাবে।

৭ - এরপর ফোন এলে সেটি স্মার্টফোন এবং কম্পিউটারে সেটি রিসিভ করা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow