অস্ত্রোপচার করে পায়ুপথ থেকে বের করা হলো বেগুন!

অস্ত্রোপচার করে পায়ুপথ থেকে বের করা হলো বেগুন!

অস্ত্রোপচার করে পায়ুপথ থেকে বের করা হলো বেগুন!

বিষয়টিকে আসলে কোনোভাবেই ভিন্নভাবে দেখার কিছু নেই বলে আগেই জানিয়ে দেন চিকিৎসকরা। যদিও অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। জানা যায়, প্রবল কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন এক ব্যক্তি। ওষুধ খেয়েও তার কোনো কাজ হচ্ছিল না। অবশেষে তিনি ভাবেন, লম্বাটে, মসৃণ কিছু পায়ুপথে কিছু চালনা করে দেখতে পারেন তবে হয়তো স্বস্তি মিলতেও পারে। কিন্তু ফল হলো পুরোপুরি তার বিপরীত।

জানা যায়, চীন এর ওই ব্যক্তি কোষ্ঠকাঠিন্য এর হাত থেকে মুক্তি পেতে নিজের পায়ুপথে একটি বেগুন প্রবেশ করান। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মেলা তো দূর এর কথা থাক, সেটা ঠেকে যায় নিজের অন্ত্রের ভেতরে।

বিপাকে পরে যান সেই ভদ্রলোক। তারপর তনি হাসপাতালে পৌঁছান। সেখানে স্ক্যান করলে দেখা যায়, পেটের ভিতরেই এক বিশেষ কোণে আটকে আছে বেগুনটি। প্রায় দু’দিন ধরে তিনি পেট এর ব্যথায় কাতরাতে থাকেন, বমিও হয় তার বেশ কয়েক বার।

শেষে অপারেশন করেই বের করতে হয় সেই বেগুনটি। চিকিৎসকরা জানান, আরেকটু হলেই বেগুনটি ভদ্রলোক এর ফুসফুস এ গিয়ে আঘাত আনতো তাই তখন অন্য বিপদ ঘটতে পারত।

জানা যায়, ভদ্রলোক এখন বিপদ মুক্ত। তবে, তার কোষ্ঠকাঠিন্য দূর হয়েছে কিনা, সেই বিষয়ে কিছু জানা যায়নি। চীন এর সামাজিক যোগাযোগের মাধ্যম 'ওয়েইবো'তে ঘটনাটি এখন বেশ ভাইরাল। তুমুল হইচই চলছে বিষয়টি নিয়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow