ম্যাট্রিক্স নিয়ে গোপন তথ্য ফাঁস! কী সেই তথ্য?

ম্যাট্রিক্স নিয়ে গোপন তথ্য ফাঁস! কী সেই তথ্য?
১৯৯৯ সালে মুক্তি পাওয়ার পর যে ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল তার নাম ম্যাট্রিক্স। আমেরিকান সাই ফাই অ্যাকশন ধর্মী এই সিনেমাকে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ছবি হিসেবেও বিবেচিত। তবে এবার ম্যাট্রিক্স প্রেমীদের জন্য খবর। আসছে দ্যা ম্যাট্রিক্সের সিক্যুয়াল। দ্যা ম্যাট্রিক্স -৪ নিয়ে আবারও পর্দায় ফেরার কথা জানিয়েছেন ম্যাট্রিক্স পরিচালক দ্য ওয়াচোস্কিস। এর থেকেও বড় আনন্দের খবর হচ্ছে ম্যাট্রিক্স অন্য সিক্যুয়াল 'দ্য ম্যাট্রিক্স রেভুলেশন' না থাকলেও ম্যাট্রিক্স ৪ এ ফিরিয়ে আনা হচ্ছে সবার প্রিয় দুই চরিত্র নিও চরিত্রে কিনো রিভস এবং ট্রিটিনকে। তবে অন্দরমহলের খবর হচ্ছে গোপন রাখার চেষ্টা করা হয়েছিল সিনেমার শিরোনাম। তবে সেই গোপনীয়তা ধরে রাখা গেল না। ম্যাট্রিক্স রিটারেকশনস নামে মুক্তি পেতে চলেছে ছবিটি। ইয়াহু ফাইন্যান্সের দেয়া তথ্যমতে, সম্প্রতি মেকাপ আর্টিস্ট সুনিকা টেরি সিনেমাতে কাজের একটা ছবি ইন্সটাগ্রামে পোস্ট করলেই সিনেমার শিরোনাম ফাঁস হয়ে যায়। ধারণা করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই হয়তো মুক্তি পাবে ম্যাট্রিক্স রিটারেকশনস। যদিও সিনেমা সংশ্লিষ্টদের নিকট থেকে এই বিষয়ে এখনো কিছু জানা যায় নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow