পাসওয়ার্ড ছাড়া স্মার্টফোন আনলক এর উপায়

পাসওয়ার্ড ছাড়া স্মার্টফোন আনলক এর উপায়

পাসওয়ার্ড ছাড়া স্মার্টফোন আনলক এর উপায়

এখনকার দিনে স্মার্টফোনই যেনো আমাদের প্রাণভোমরা হয়ে উঠছে! আসলে দৈনন্দিন কাজের জন্য সর্বক্ষণ এই খুদে যন্ত্রটিকে তো সাথে রাখতে হচ্ছে, আবার বিশেষ প্রয়োজন না থাকলেও স্মার্টফোনটি থাকছে হাত এর মুঠোতেই। সেক্ষেত্রে দিনের বেশিরভাগ সময় স্মার্টফোন এর সাথে কাটানোর কারণে সেটিকে শুধু নিজের কন্ট্রোলে রাখতে কিংবা নিছক সুরক্ষার প্রয়োজনে অধিকাংশই ফোনে প্যাটার্ন, পাসকোডের মতো স্ক্রিন লক সেট করে রাখেন। তাছাড়া এই ধরণের লক সেট না করে রাখলে প্রায় সমস্ত স্মার্টফোনেই ইউজ করা যায়না ফেসলক বা ফিঙ্গারপ্রিন্ট লক এর মত আধুনিক সুরক্ষা ব্যবস্থাও। কিন্তু কোনো কারণে যদি আপনার পাসওয়ার্ড জাতীয় স্ক্রিনলক ছাড়া ফোন আনলক করার প্রয়োজন হয়, তখন কি করবেন?

Google Account-এর ব্যবহার: অনেক অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে গুগল অ্যাকাউন্ট (Google Account)-এর লগিন বা সেটাপ করা থাকলে, সেট করা পাসওয়ার্ড বা প্যাটার্ন ছাড়াই সেটিকে আনলক করতে পারবেন। এক্ষেত্রে ফোন খুলার করার চেষ্টা ব্যর্থ হলে স্ক্রিনে উপস্থিত ‘ফরগট প্যাটার্ন/পাসওয়ার্ড’ (Forgot Pattern/Password) বাটনটি বেছে নিতে হয়। তারপর সেখানে ক্লিক করে লগইন করতে হয় স্মার্টফোন এর সাথে সেট থাকা গুগল অ্যাকাউন্টে (অবশ্যই ইন্টারনেট কানেক্টিভিটি অন রেখে)। এতে করে সেই ফোন আনলক হয়ে যায় এবং এর জন্য নতুন পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করার অপশনও থাকে।

Google Find My Device অপশন: কোনো অ্যান্ড্রয়েড ফোন আনলক করতে চাইলে আপনি অন্য স্মার্টফোন থেকে গুগল ফাউন্ড মাই ডিভাইস ওয়েবসাইট https://www.google.com/android/find ইউজ করতে পারেন। এক্ষেত্রে ওয়েবসাইটটি অন্য স্মার্টফোন থেকে খুলে আপনি যে হ্যান্ডসেটটি আনলক করবেন, তাতে কানেক্টেড থাকা জিমেইল (Gmail) আইডি দিয়ে লগইন করতে হবে। লগইনের পর আপনি স্ক্রিনে জিমেইল বা গুগল অ্যাকাউন্ট এর সাথে লিঙ্ক থাকা স্মার্টফোনগুলির নামের তালিকা দেখতে পাবেন; এখান থেকে আপনি নির্দিষ্ট স্মার্টফোনে ট্যাপ করলে একটি নতুন মেন্যু খুলবে। এক্ষেত্রে আপনাকে স্ক্রিনে একটি অস্থায়ী পাসকোড লিখতে হবে এবং প্রদর্শিত থ্রি ডট আইকন থেকে ‘লক’ বাটনে ক্লিক দিতে হবে। এরপর লক থাকা ফোনে ওই একই অস্থায়ী পাসকোড ইন্টার করলেই সেটির স্ক্রিন আনলক হয়ে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow