মুক্তিযুদ্ধের সাবপ্লট উপস্থাপনে 'ওরা সাত জন' দৃষ্টান্ত (নো স্পয়লার)

মুক্তির প্রথম দিনে দেখে নিলাম খিজির হায়াত খানের নতুন সিনেমা 'ওরা সাত জন'। মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা কিংবা পাক হানাদার বাহিনীর বর্বরতা সবটাই অল্প বিস্তর উঠে এসেছে আমাদের দেশীয় মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সিনেমাগুলোতে।

মুক্তিযুদ্ধের সাবপ্লট উপস্থাপনে 'ওরা সাত জন' দৃষ্টান্ত (নো স্পয়লার)

মুক্তির প্রথম দিনে দেখে নিলাম খিজির হায়াত খানের নতুন সিনেমা 'ওরা সাত জন'। মুক্তিযুদ্ধের বিজয়গাঁথা কিংবা পাক হানাদার বাহিনীর বর্বরতা সবটাই অল্প বিস্তর উঠে এসেছে আমাদের দেশীয় মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সিনেমাগুলোতে। তাই হয়তো 'ওরা সাত জন' সিনেমায় যুদ্ধের পাশাপাশি সাবপ্লটকে প্রাধাণ্য দেয়ার চেষ্টা করেছেন নির্মাতা খিজির হায়াত খান। 

জাকিয়া বারি মম'র এই সিনেমায় যে একটা বিশেষ অবস্থান থাকবে তা ট্রেলারেই বুঝা যাচ্ছিল। সিনেমায় তার চরিত্রটির নাম অপর্ণা সেন। পেশায় একজন ডাক্তার। ভারতীয়দের বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে অবিস্মরণীয় অবদান রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। 'ওরা সাত জন' সিনেমায় ডাক্তার অপর্ণা সেন মূলত একজন ভারতীয় হিসেবেই যুদ্ধাহতদের প্রাথমিক চিকিৎসা দেয়। কিন্তু সিনেমার একটা পর্যায়ে নিজের জীবন বাজি রেখে ওরা সাত জনের একজন হয়ে ওঠাটা সত্যিই দারুণ লেগেছে। মুক্তিযুদ্ধের সাবপ্লট হিসেবে আরেকটি গল্প এসেছে সোলায়মান এর। যিনি পেশায় মসজিদের একজন মুয়াজ্জিন। পাকিস্তানিরা অধিকাংশ ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় আমাদের অবচেতন মনে একটা বিশ্বাস আছে তখনকার ধর্মভীরু মুসলমানরা পাকিস্তানিদের কোন না কোন ভাবে সাহায্য করেছেন সেটা হয়তো প্রকাশ্যে রাজাকারের চরিত্রে কিংবা অন্যভাবে।  এই সিনেমায় সোলায়মানের গল্পটা বেশ সুন্দরভাবে সাজিয়েছেন নির্মাতা। তার ব্যাকগ্রাউন্ডের গল্পের সাথে যুদ্ধক্ষেত্রে ওরা সাত জনের একজন হওয়া সাবপ্লট হিসেবে নতুনত্ব দিয়েছে। 

জাকিয়া বারি মম প্রথম দিকে গতানুগতিক অভিনয় করলেও সময়ের সাথে সিনেমায় তার গুরুত্ব এবং অসাধারণ অভিনয় দুই ই ফুটে উঠেছে। ইমতিয়াজ বর্ষণও সোলায়মান চরিত্রের রূপায়নে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। বরাবরের মত নিজ চরিত্রে অনবদ্য ছিলেন ইন্তেখাব দিনার।

সিনেমার নেগেটিভ দিক বলবো কালার গ্রেডিং। অন্ধকারে যুদ্ধের ময়দান কিংবা মুক্তিযোদ্ধাদের যুদ্ধ কেন্দ্রিক ছক কষার মত দৃশ্যগুলোতে কালারের অভাব চোখে পড়েছে। তবে সিনেমায় সম্মুখ যুদ্ধের দৃশ্যগুলো অনবদ্য ছিল। সবশেষে বলবো ভারতীয়দের বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান এবং ধর্মের বাইরে গিয়ে দেশকে, দেশের মানুষকে প্রাধান্য দেয়ার যে প্লট তৈরি করেছেন খিজির হায়াত খান সেটা স্বতন্ত্র হিসেবেই দৃষ্টান্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow