পুলিশের চাকরিতে ছাগল নিয়োগ!

পুলিশের চাকরিতে ছাগল নিয়োগ!

পুলিশের চাকরিতে ছাগল নিয়োগ!

যুক্তরাষ্ট্র এর একটি প্রদেশে পুলিশ বিভাগে নিয়োগ পেয়েছে একটি ছাগল! কানেকটিকাট অঙ্গরাজ্যেতে রকি হিল পুলিশ এর বিভাগে গতো এপ্রিলে বনি নামের একটি ছাগল নিয়োগ দেয়া হয়। অবিশ্বাস্য হলেও সত্যি যে পুলিশ প্যাট্রল গোট (পিপিজি) হিসেবে যোগ দিয়েছে বলে জানানো হয়। যুগ যুগ ধরেই পৃথিবীতে বিভিন্ন দেশে পুলিশ বিভাগ এর কাজে সহায়তা প্রদান এর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরকে ব্যবহার করা হলেও এবারই প্রথম যুক্তরাষ্ট্র এর পুলিশ বিভাগে একটি ছাগল যোগ দিল। রকি হিল এর পুলিশ জানিয়েছে, বনিকে রাজ্যের পুলিশ প্যাট্রল গোটের (পিপিজি) মধ্যে প্রথমে উচ্চ প্রশিক্ষিত দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। ছাগল আক্রমণাত্মক হিসেবে পরিচিত না হলেও সঠিক প্রশিক্ষণ প্রাপ্ত হলে তারা প্রমাণ শনাক্ত সহ রতে গন্ধ এর দৃশ্য ও সন্দেহভাজনদের সন্ধান করতে পারবে। এমনকি প্রয়োজনে চাইলে অপরাধীদের দমন করতে তাদের শিং ব্যবহার করতে পারবে। পুলিশ জানায়, ছাগলগুলোকে এমনভাবেই তৈরি করে তোলা হবে যাতে তারা সামনে থাকা কোনো কিছুই খাবে না। প্রশিক্ষণ শেষে ছাগলগুলো ‘কে-৯’ কুকুর এর মতো সামনে রাখা কিছু খাবে কিনা তা খতিয়ে দেখছে প্রশিক্ষকগণ। বনি এমনই এক জাতের ছাগল যা ১৮৬৮ সালে হাইস ফার্ম এ এদের খোঁজ মিলেছিল। এই অঞ্চলেই পুলিশ এর সাথে ছাগল এর টহল বাড়ানো এর জন্যে খামারে ছাগল বিশেষত ওবেরহ-সালি জাত প্রজনন করা হচ্ছে বর্তমানে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow