তুমুল বিতর্কের ঝড়ে 'হাওয়া', উঠলাে গান চুরির অভিযোগ!
বিতর্কে জড়ালো চঞ্চল চৌধুরী অভিনীত ও মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা 'হাওয়া'। নেটদুনিয়ায় অভিযোগ উঠেছে এই সিনেমার গান 'তিরিশ টাকা কেজি মাছ…’ গানটির রচিয়তার নাম দেয়া হয় নি ক্রেডিট লিস্টে।

বিতর্কে জড়ালো চঞ্চল চৌধুরী অভিনীত ও মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা 'হাওয়া'। নেটদুনিয়ায় অভিযোগ উঠেছে এই সিনেমার গান 'তিরিশ টাকা কেজি মাছ…’ গানটির রচিয়তার নাম দেয়া হয় নি ক্রেডিট লিস্টে।
গানটির রচিয়তা ভারতের বীরভূমের বাসিন্দা মনিরউদ্দিন আহমেদ দাবি করেছেন তিনি গানটি লিখেছেন ১৯৮৬ সালে। এই বিষয়ে বীরভূম জেলার ভারতীয় গণনাট্য সংঘের সদস্য বিশ্বজিৎ দাস তার ফেইসবুক একাউন্টে লিখেন, "হাওয়া চলচ্চিত্রের তিরিশ টাকা কেজি মাছ গানটির গীতিকার ও সুরকার মনিরউদ্দিন আহমেদ। মনিরউদ্দিনের লেখা অনেক গান গেয়েছেন স্বপ্না চক্রবর্তী,আমিনুর রশিদসহ আরও বহু শিল্পী। দু:খের বিষয় এটাই যে গানটি হাওয়া সিনেমায় ব্যবহৃত হয়ে জনপ্রিয়তা লাভ করেছে ঠিকই কিন্তু গানের রচিয়তা মনিরউদ্দিন আহমেদ তার যথাযথ সম্মান পেলেন না। তার নাম ব্যবহার না করে প্রচলিত গান বলে চালিয়ে দেয়া হলো কেন? আশা করছি হাওয়া সিনেমার টিম এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিবেন।"
মনিরউদ্দিন আহমেদ বলেন, ১৯৮৬ সালে গানটি লিখেছিলাম। আমিনুল সেখ নামে এক ব্যক্তি বাংলাদেশ রেডিওতে গানটি গেয়েছিলেন। পরে আর গানটির চর্চা হয় নি। তবে এটির একটি ক্যাসেটও হয়েছিল।
What's Your Reaction?






