গুগল ফটোজে ব্যক্তিগত ছবি লক করার উপায়

গুগল ফটোজে ব্যক্তিগত ছবি লক করার উপায়
অফলাইনে যেখানে ম্যামরি কার্ড নষ্ট হওয়া কিংবা পার্সনাল কম্পিউটার ক্রাশ করার মত ভয় থাকে, সেখানে অনলাইনে ছবি সংরক্ষণ ও শেয়ারের দারুণ একটি প্ল্যাটফর্ম হচ্ছে গুগল ফটোজ। গুগলের এই সেবার মাধ্যমে যত খুশি ছবি রাখা যায় একদম বিনামূল্যেই। তবে ছবির জন্য সিকিউরিটিজ কিংবা বাড়তি নিরাপত্তার জন্য যারা ভয়ে ছিলেন তাদের জন্য দারুণ খবর হচ্ছে গুগলের নতুন লকড ফোল্ডার ফিচার৷ নতুন এই লকড ফোল্ডারকে সুরক্ষিত রাখতে আপনি ডিভাইসের স্ক্রিন লক, পাসওয়ার্ড এমনকি ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করার সুবিধা পর্যন্ত পেতে পারেন। আপনার লকড ফোল্ডারের ছবিগুলো মেমোরি বা অন্যান্য এলবামে প্রদর্শিত হবে না৷ লকড ফোল্ডার তৈরি করতে যা করবেন, এক, প্রথমেই গুগল প্লে স্টোরে গিয়ে আপনার গুগল ফটোজ সফটওয়্যারটি আপডেট করে নিতে হবে। দুই, এবার গুগল ফটো সফটওয়্যারটি ওপেন করে স্ক্রিনের নিচে ডান দিকে লাইব্রেরি অপশনটিতে ক্লিক করুন। তিন, এরপর Utilities অপশনে ক্লিক করে এখানেই একটি সেট লকার ফোল্ডার অপশন দেখতে পারবেন। চার, এরপর 'Get started" অপশনে ক্লিক করে স্ক্রিনের ডানদিকে থাকা সেট আপ অপশনে ঢুকে আপনার স্ক্রিনলক সেট করুন। পাচঁ, ছবি কিংবা ভিডিও যুক্ত করতে মুভ আইটেম ট্যাবে ক্লিক করলেই আপনার মোবাইল কিংবা কম্পিউটারের ফটো গ্যালারিতে চলে আসবে৷ ছবি সংরক্ষণের পর কোনভাবেই গুগল ফটো সফটওয়্যারটি ডিলিট করবেন না। এতে আপনার গুগল ফটো তে থাকা সব ছবি এবং ভিডিও ডিলিট হয়ে যাবে৷

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow