বৈদ্যুতিক সকেটে থাকা তৃতীয় পিনটির কাজ কি
আমরা আমাদের ঘরে থাকা সুইচ বোর্ডে কিংবা পিনে তৃতীয় একটি পিন লক্ষ্য করি, যেটি আর্থ পিন বা গ্রাউন্ড পিন নামে পরিচিত।
আজকের এই আর্টিকেলে আপনাদের মাঝে আলোচনা করবো সবার কৌতুহলী একটি বিষয়, যা আমরা প্রায়ই দেখে থাকি বিশেষ করে বিদেশি পণ্য গুলোতে। কিন্তু এটার সম্বন্ধে আমাদের সবার জানাশোনা কম।
আপনারাও প্রায়ই হয়তো লক্ষ করে থাকবেন যে আমাদের দৈন্দিন ব্যবহৃত ইলেকট্রনিক পিন বা সকেটগুলায় (+-) ২টি পিন থাকার পাশাপাশি যন্ত্রপাতি গুলোতে এক্সট্রা একটি থার্ড পিন থাকে।
এই পিনটির বা কানেকশনটির নাম হচ্ছে আর্থ বা গ্রাউন্ড পিন।
আমরা এই পিনটিকে অকেজো মনে করি। কারণ সাধারণত এটি আমাদের আসলে কোনো কাজে আসেনা। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এটি আসলে বড় ধরণের দুর্ঘটনা প্রতিরোধী এবং জীবন রক্ষাকারী সেভিং পিন।
এই পিনের কাজ:
- আমাদের বিভিন্ন দু্র্ঘটনা থেকে রক্ষা করে।
- যন্ত্রগুলো লিকেজ কারেন্টকে প্রবাহিত করে।
- গ্রাউন্ড পিনের সাহায্যে মাটিতে প্রেরণ করে।
বিস্তারিত ভাবে বলতে গেলে,
ধরে নিন যে আপনার রাইস কুকারের থার্ড পিন আছে। কোনো সমস্যার কারণে এবং অনেকসময় সমস্যা ছাড়াও কিছু লিকেজ কারেন্ট কুকার এর বডিতে চলে আসছে। আপনি এর মাধ্যমে কুকারটিকে স্পর্শ করলে শক খেতে হবে। এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে রয়েছে। আর এখানেই মুলতো গ্রাউন্ড পিনটি কাজ করে, গ্রাউন্ড বা আর্থিং পিনটির একটি প্রান্ত রাইস কুকার এর বডি সংযুক্ত করা থাকে এবং অপর প্রান্তটি বাসা বাড়ির ওয়ারিং লাইন এর জন্য মাটিদে পোঁতা আর্থিং রড এর সাথে কানেকশন দেয়া থাকে। রাইস কুকার এর বডিতে যে লিকেজ কারেন্টটা জমা হয় সেটা গ্রাউন্ড পিন এর মাধ্যমে মাটিতে চলে যায় এবং আপনাকে আমাকে শক খাওয়া হতে রক্ষা করে।
What's Your Reaction?