এআই দিয়ে ভয়েস ক্লীন করুন খুব সহজেই

AI দিয়ে ভয়েস এবং নয়েজ ক্যান্সেল করুন খুব সহজেই

এআই দিয়ে ভয়েস ক্লীন করুন খুব সহজেই

ধরুন আপনি কোনো ইন্টারভিউ রেকর্ড করলেন বা কনসার্ট এর সাউন্ড ক্যাপচার করলেন, কিন্তু সেই রেকর্ডিং এ বাতাসের আওয়াজ, গাড়ির হর্ন ইত্যাদি সাউন্ড ঢুকে গেল। ঐ সময় মনে হয় না, যদি ম্যাজিক্যালি এইসব ঝামেলা সমাধান করে দেয়া যায় যদি? ঠিক এইখানেই আসে AI-এর কাজ।

আজকের আর্টিকেল এ আমরা দেখাবো কিভাবে AI দিয়ে অডিও ক্লিনআপ করবেন।

অডিও ক্লিনআপ মানে হলো কোনো সাউন্ড ফাইল এর অপ্রয়োজনীয় আওয়াজ বা “নয়েজ” দূর করা। ধরুন, পাখির ডাক, ফ্যানের ভোঁ ভোঁ ইত্যাদি সরায়ে মূল অডিওটাকে পরিষ্কার করে তোলা।

আমরা এই কাজ আগে ম্যানুয়াল ইক্যুইলাইজার কিংবা অন্য এডিটিং সফটওয়্যারে করতাম। কিন্তু AI আসার পর এই কাজ এখন অনেক দ্রুত করা সম্ভব।

AI এমন এক জিনিস যা আপনার অডিও ফাইল অটো এনালাইস করে, কই কী সমস্যা আছে ধরতে পারে। নিচে এর কয়েকটা সুবিধা দেখেন:

স্পিড আর ইফিশিয়েন্সি

ম্যানুয়াল এডিটিং এ ঘন্টার পর ঘন্টা লাগে, AI তা ২ মিনিটেই সেই কাজ শেষ করে দেয়।

ডিটেইলড এনালাইসিস

AI এমন সব সাউন্ড ধরতে পারবে যেগুলো আপনার কানে আসে না।

ইউজার-ফ্রেন্ডলি

ড্র্যাগ-এন্ড-ড্রপ আর কয়েকটা ক্লিকেই কাজ শেষ।

অটোমেটেড প্রসেসিং

আপনার অডিও ফাইল আপলোড করলেই ব্যাকগ্রাউন্ডে AI নিজেই সব ঠিকঠাক করে দিবে।

এখন বাজারে অনেক AI টুল আছে, যেগুলা দিয়ে অডিও ক্লিন করা যায়। কিছু জনপ্রিয় টুলের নাম নিচে দিলাম:

১. Adobe Podcast (Enhance Speech)

Adobe-এর এই টুল এখন ফ্রি। এটি আপনার ভয়েস রেকর্ডিংটাকে স্টুডিও কোয়ালিটি এর মতো করে দিবে।

২. Krisp

Krisp আপনার মিটিং বা লাইভ কল এর ব্যাকগ্রাউন্ড নয়েজ পুরো ফিল্টার করে দিবে।

৩. iZotope RX

প্রো-লেভেলের টুল। যারা মিউজিক কিংবা সিনেমা প্রোডাকশনে কাজ করেন, তাদের জন্য এটা বেস্ট।

৪. Descript

এই টুল দিয়ে ভয়েস ট্রান্সক্রাইবও হয়। সঙ্গে নয়েজ রিমুভার তো আছেই।

৫. Auphonic

যারা পডকাস্ট তৈরি করেন, তাদের জন্য এটা দারুণ একটা টুল।

ভয়েস ক্লিন করতে চাইলে Adobe Podcast, আর লাইভ কলের জন্য Krisp বেস্ট।

স্টেপ:

প্রথমে যে টুল ব্যবহার করবেন, সেখানে আপনার ফাইলটা আপলোড করবেন।

উদাহরণ:

Adobe Podcast-এর জন্য:

  • Adobe Enhance Speech এ যাবেন।
  • “Upload Audio” ক্লিক করেন।
  • আপনার অডিও ফাইল সিলেক্ট করে দিবেন।

ধাপ: AI প্রোসেসিং শুরু হবে

টুলটা আপনার ফাইলটারে অটো এনালাইস করে। কোথায় নয়েজ আছে, কোথায় শব্দ ঠিক করার দরকার, সব AI নিজেই বুঝবে। এরপর অটোমেটিক নতুন ফাইল জেনারেট হলে Preview করে নিবেন এবং ডাউনলোড করে ফেলতে পারবেন।

এভাবেই এআই দিয়ে খুব সহজেই চাইলে যেকোনও অডিও বা ভিডিও ফাইল থেকে শুধু অডিও তে নয়েজ ক্যান্সেলেশন এর কাজটি সম্পাদন করতে পারবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow