আপনার ই-কমার্স সাইট সাজাবেন প্রোফেশনাল ভাবে! ই-কমার্স সাইট সাজানোর টিপস-পার্ট ১
ই কমার্স সাইট,ই কমার্স সাইট সাজাবেন যেভাবে,ই কমার্স সাইট সাজানোর টিপস, ই কমার্স সাইট ব্যাসিক পার্ট
আপনার ই-কমার্স ওয়েবসাইট কীভাবে সাজাবেন (বিস্তারিত)-পর্ব ১
বর্তমান সময়ের অনলাইন পণ্য ক্রয় বিক্রয়ের ব্যবস্থায় ই-কমার্স হচ্ছে একটি যুগান্তকারী বিপ্লবের নাম। প্রচলিত ক্রয় বিক্রয়ের ধারণাকে পুরোপুরি বদলে দিতে নতুন চমক নিয়ে হাজির এই ই-কমার্স পদ্ধতি। তাই ডিজিটাল ব্যবসায় বাণিজ্যে ই-কমার্সের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। দুরন্ত ওয়েবসাইটের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ই-কমার্স ওয়েবসাইটকে কীভাবে পূর্নাঙ্গভাবে সাজাতে হয় এবং এর মার্কেটিং এর নিঞ্জা টেকনিক সম্পর্কে বিস্তারিত আলোচনা।ওয়েবসাইট ডিজাইন:
ওয়েবসাইট ডিজাইন হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট শুরুর প্রথম আলোচনা। কারণ ই-কমার্স ক্ষেত্রে ডিজাইন জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে। আপনার ওয়েবসাইট ডিজাইনটি হতে হবে ইউনিক যাতে দেখতেই ক্লিক করতে যেকোনো ক্রেতার মনে চায় এবং ক্রেতারা যেন সহজে প্রোডাক্ট খুজে পায় তা নিশ্চিত করতে হবে। আপনার ওয়েবসাইট ডিজাইন করার সময় কিছু পেজ বাধ্যতামূলকভাবে রাখার কথা মাথায় রাখতে হবে। সেই পেজগুলো আমরা বলে দিচ্ছি যা আপনি নোট করে রাখতে পারেন। ই কমার্স সাইট এর ব্যাসিক পেজ গুলোঃ . এবাউট পেজ . F A Q পেজ . ব্লগ আর্টিকেল . কন্টাক পেজ . টার্মস এন্ড কন্ডিশন পেজ . প্রাইভেসি পলিসি পেজ গুরত্বপূর্ণ এই পেজগুলোর কাজ সম্পর্কে জানুন: এবাউট পেজ : ওয়েবসাইটের এবাউট পেজে সাধারণত আপনার প্রতিষ্ঠানের বর্ণনা করা থাকতে হবে। আপনার ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য এই এবাউট পেজের গুরুত্ব অনেকখানি। আপনার ই-কমার্স ওয়েবসাইটে যদি আপনি এবাউট পেজ ব্যবহার না করেন তবে আপনার ক্রেতারা কখনোই আপনার প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখতে পারবে না। একটি কথা সবসময়ই মাথায় রাখবেন বিশ্বাস অনলাইন ব্যবসায় প্রতিষ্ঠানের মূল। ই-কমার্স সাইট এর বাকি পেজ গুলো নিয়ে পার্ট ২ আমরা আলোচনা করবো। আজকের এই পার্টটি কেমন লেগেছে এবং দুরন্ত সাইটে আপনারা কেমন আর্টিকেল চান তা কমেন্ট করে জানাবেন।What's Your Reaction?