WhatsApp থেকে ছবি বা ভিডিও ডিলিট হয়ে গেছে? এই চারটি পদ্ধতিতে ফিরিয়ে আনা যাবে!
ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp যেমন চ্যাটিংয়ের জন্য সুবিধাজনক, তেমনি ইউজাররা এর মাধ্যমে ফটো, ভিডিও, ডকুমেন্ট ইত্যাদি মিডিয়া ফাইল খুব সহজেই শেয়ার করতে পারেন। আর এই কারণে রোজকার WhatsApp চ্যাটিংয়ের পর প্রচুর ফাইল ফোনে জমা হয়, যার বেশিরভাগই স্টোরেজ খালি রাখতে ডিলিট করতে হয়। এ সমস্যা এখন আমার-আপনার বা প্রায় সবারই। কিন্তু মুশকিল হচ্ছে যে, অনেক সময়ই আমরা এই স্টোরেজ খালি রাখার চক্করে গুরুত্বপূর্ণ ফাইলও ভুল করে ডিলিট করে ফেলি। কিংবা কখনো কখনো গোপনীয়তা বজায় রাখতে গিয়ে কোনো চ্যাট ডিলিট করে ফেলতে হয়, যার দরুন তাতে থাকা কোনো প্রয়োজনীয় ফাইলও ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে আপনার সাথেও যদি এমনটা হয়ে থাকে এবং কোনো কারণে আপনি এই ধরণের ফাইল ফিরে পেতে মানে রিস্টোর করতে চান, তাহলে কী করবেন? সেই মুশকিল আসানের জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন, যেখানে আমরা WhatsApp-এ ডিলিট করা ফাইল পুনরুদ্ধার করার উপায় বলব।
এভাবে রিকভার করা যেতে পারে WhatsApp-এ ডিলিট করা ফাইল
1)WhatsApp মিডিয়া ফোল্ডার: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা চাইলে হোয়াটসঅ্যাপ মিডিয়া রিকভার করতেই পারেন। এর জন্য তাদের ফাইল এক্সপ্লোরার প্রোগ্রাম চালু করে রুট ডাইরেক্টরির হোয়াটসঅ্যাপ ফোল্ডার যেতে হবে। এখন এই ফোল্ডার নেভিগেট করে ইমেজ সেকশনে গেলেই আপনি সমস্ত ফটো খুঁজে পাবেন।
2)ফোন গ্যালারি: হোয়াটসঅ্যাপের সমস্ত ফটো বা ভিডিও ফোনের গ্যালারিতে সেভ হয়ে থাকে। তাই কোনো কারণে চ্যাটিং অ্যাপ থেকে মিডিয়া আদান-প্রদান করে ডিলিট করে ফেললেও তা ডিভাইসের গ্যালারি, গুগল ফটোস (Google Photos) বা আইওএস (iOS)-এর নির্দিষ্ট গ্যালারি সেকশনে খুঁজে পাওয়া যাবে।
3)ডিলিট মিডিয়া অপশন: হোয়াটসঅ্যাপে চ্যাট ডিলিট করার সময় ‘Also delete media received in this chat from the device gallery’ অপশনটি সিলেক্ট করবেননা; এতে করে চ্যাট ডিলিট হলেও তাতে থাকা গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও বা ফাইল ডিলিট হবেনা।
4)Google Drive বা iCloud: অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোন ইউজাররা গুগল ড্রাইভ কিংবা আইক্লাউডের ব্যাকআপ রিকভার করে ডিলিট করা হোয়াটসঅ্যাপের মিডিয়া ফাইল পুনরুদ্ধার করতে পারবেন। তবে এর জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে রিইনস্টল করতে হবে এবং একই মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। এর সাথে রিইনস্টলেশনের সময় অবশ্যই বেছে নিতে হবে ডেটা রিকভারের অপশনটি।
What's Your Reaction?