Twitter এ নামের পাশে Blue Tick যোগ করতে চান, জেনে নিন মাসে কত টাকা লাগবে!
 
                                                                                                    Twitter Blue Tick: Twitter কেনার পর বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত নিয়েছেন এলন মাস্ক। কোম্পানির শীর্ষস্তরে ছাঁটাই তো করেছেনF। এবার ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য ফি নির্ধারণ করে দিলেন। মাস্ক ট্যুইটে জানিয়েছেন, ব্লু টিক পেতে হলে ইউজারদের ৮ ডলার দিতে হবে। তবে বিভিন্ন দেশে টাকার অঙ্কটা বদলে যাবে বলেও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
মজার ব্যাপার হল, Twitter-এর নতুন মালিক এলন মাস্ক নিজেই ট্যুইট করে ব্লু সাবস্ক্রিপশনের মূল্য ঘোষণা করেছেন। এতে ইউজাররা কী কী সুবিধা পাবেন জানিয়েছেন তাও। ব্লু সাবস্ক্রিপশন নেওয়া থাকলে ইউজাররা সার্চ, রিপ্লাই এবং মেনশনে অগ্রাধিকার পাবেন। মাস্কের মতে, এই বৈশিষ্টের ফলে স্প্যাম এবং স্ক্যাম রোধ করা যাবে। এছাড়া ইউজাররা এখন দীর্ঘ ভিডিও এবং অডিও পোস্ট করতে পারবেন।
তবে ভারতে Twitter-এর ব্লু সাবস্ক্রিপশনের দাম কত হবে তা এখনও স্পষ্ট নয়। সাধারণত অন্যান্য সাবস্ক্রিপশন পরিষেবাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল হলেও ভারতে সেগুলির দাম কম৷ যেমন নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন পরিষেবা এদেশেই সবচেয়ে সস্তা।
Twitter-এ ব্লু সাবস্ক্রিপশন নেওয়া থাকলে সাধারণ ব্যবহারকারীদের তুলনায় ফিডে বিজ্ঞাপন কম আসে। মাস্ক আরও জানিয়েছেন, প্রকাশকরা ট্যুইটারের সঙ্গে চুক্তি করলে ব্লু সাবস্ক্রিপশনের গ্রাহকরা বিনামূল্যে পেইড আর্টিকেল পড়তে পারবেন। একটি ট্যুইটে মাস্ক লিখেছেন, ‘ব্লু সাবস্ক্রিপশনের কারণে ট্যুইটারের আয় বাড়বে। কনটেন্ট ক্রিয়েটরদেরও পুরস্কার দেওয়া হবে’।সোমবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, ট্যুইটারের মালিক হয়েই পরিচালন পর্ষদ ভেঙে দিয়েছেন মাস্ক। এখন বোর্ডে একজনই মাত্র সদস্য। সেটা মাস্ক নিজে। প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে Twitter কিনে নিয়েছেন।চুক্তি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে মাস্ক ট্যুইটারের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়াল এবং শীর্ষ আইন বিষয়ক কর্মকর্তা বিজয়া গাড্ডেকে পদ থেকে সরিয়ে দেন। ট্যুইটারের নতুন মালিক হিসেবে মাস্ক শুক্রবার সকালে একটি ট্যুইট করেছেন, 'লেট দ্য গুড টাইম রোল'। তিনি জানিয়েছেন, ট্যুইটার ইউজারদের মধ্যে আর কোনও উঁচু-নিচু ভেদাভেদ থাকবে না-সবাই এক এবং স্বাধীন।
What's Your Reaction?
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                    
                
 
                     
	                                             
	                                             
	                                             
	                             
	                             
	                             
	                             
	                             
	 
	 
	 
	 
	