নতুনদের জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কাজ পাওয়ার টিপস

নতুনদের জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কাজ পাওয়ার টিপস

নতুনদের জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কাজ পাওয়ার টিপস

বর্তমানে ফ্রিল্যান্সিং এর মার্কেটপ্লেস এর মধ্যে নিঃসন্দেহে ফাইবার, Upwork, Freelancer ইত্যাদি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো সর্বাধিক জনপ্রিয় মার্কেটপ্লেস। নতুন ফ্রিল্যান্সাররা Fiverr ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে খুব সহজেই কাজ পায়। তাই প্রতিনিয়তই এখন Fiverr এ নতুন ফ্রিল্যান্সারদের সমাগম বাড়ছে। এমনকি বর্তমানে অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে ফাইবার, Freelancer ও আপওয়ার্কে এর ক্লায়েন্ট এর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে কারণ বর্তমানে ক্লায়েন্টরা এ মার্কেটপ্লেসে যে সুবিধা পায়, অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে তা পায় না। তাই তারা Fiverr, Upwork, Freelancer ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এ তারা প্রথম পছন্দ হিসাবে রাখে। সুতরাং আপনি যদি নতুন মুক্তপেশায় নিয়োজিত হয়ে থাকেন, তবে আপনি খুব সহজেই Fiverr, Upwork, Freelancer ইত্যাদি মার্কেটপ্লেস গুলোতে সফল হতে পারবেন। কিন্তু নতুনরা প্রায় অনেকেই আবার মার্কেটপ্লেস এ নিয়ম-কানুন না জেনে একাউন্ট খুলেছে, কাজও পাচ্ছে। কিন্তু সঠিক আইনকানুন না জানার কারণে কয়েকদিন কাজ করার পরেই তাদের একাউন্ট গুলো ব্যান হয়ে যাচ্ছে। আজকের এই পোস্টে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর কিছু ব্যসিক নিয়ম-কানুন তুলে ধরার চেষ্টা করবো, যারা ফ্রিল্যান্সিং এ নতুন তাদের অনেক কাজে দেবে। এমনকি আমার এই টিপস গুলো অন্যান্য সব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর জন্য প্রযোজ্য: অতএব চলুন জেনে নেই বিস্তারিত। প্রোফাইল সেটআপ আপনি যেই মার্কেটপ্লেসেই কাজ করুন না কেন, সেই মার্কেটপ্লেস এর একাউন্ট টিকে প্রফেশনাল ভাবে সাজান। যাতে ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখে বুঝতে পারে আপনি কোন কাজগুলোতে দক্ষ। অবশ্যই অন্য ফ্রিল্যান্সারদের থেকে প্রোফাইল কপি করবেন না।তবে হ্যাঁ অন্য ফ্রিল্যান্সারদের প্রোফাইল থেকে আইডিয়া নিতে পারবেন এবং সেই অনুযায়ী সাজাতে পারবেন, তবে কপি করবেন না হুবুহু কখনোই। আপনি যে কাজগুলোতে দক্ষ, সেই কাজ গুলো ক্যাটাগরি যুক্ত করুন এবং আপনার ডেসক্রিপশন এও লেখার চেষ্টা করুন করুন। অবশ্যই আপনারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এ প্রোফাইল এ সুন্দর ভাবে ও প্রফেশনাল ছবি দেয়ার চেষ্টা করুন, আপনাকে দেখে যাতে প্রফেশনাল ব্যক্তি মনে হয়। কোথাও ঘুরতে যাওয়ার ছবি ইত্যাদি এ ধরনের ছবি ইউজ করবেন না। আপনার ফেইস ক্লিয়ার ভাবে দেখা যায় এবং ভালো জামা কাপড় পরে ছবি তুলুন ও সেইসব ছবি ইউজ করুন। Personal Information শেয়ারিং থেকে বিরত থাকবেন সবসময়: আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে। ক্লায়েন্ট এর সাথে কখনোই পার্সোনাল কোন কন্টাক্ট নাম্বার, ইমেইল ঠিকানা, ব্যাংক একাউন্ট ইত্যাদি শেয়ার করবেন না। এ ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে। শুধু তাই নয়, আপনার কোনো স্যোসাল মিডিয়া প্রোফাইল থেকে শুরু করে ব্যক্তিগত কোন ওয়েবসাইট যেখানে আপনার ফোন নাম্বার, ইমেইল ইত্যাদি আছে সেগুলো ও শেয়ার করবেন না কখনোআপনার ক্লায়েন্ট যদি আপনার কাছে আপনার পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, Email ইত্যাদি চায়। তাহলে তাকে বলুন “এটা মার্কেটপ্লেস এর আইন এর বিরুদ্ধে, আমি যদি তার শেয়ার করি তাহলে আমার একাউন্ট সাসপেন্ড করে দিবে” ভিপিএন ইউজ করবেন না ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কাজে আপনার ভিপিএন কাজে লাগতেই পারে। তবে ভিপিএন ইউজ করে অবশ্যই আপনার কোন মার্কেটপ্লেস এর একাউন্ট এ লগিন করবেন না। ভিপিএন ব্যবহার বাদ দিয়ে চলুন এবং ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর আইন-কানুন মেনেই ফাইভারে কাজ করুন।আপনার যদি লোকেশন পরিবর্তন করা লাগে বা, আপনি একদেশ থেকে অন্যদেশে স্থানান্তরিত হন কোনো কারণে, তাহলে মার্কেটপ্লেসের সাপোর্ট এ যোগাযোগ করে প্রকৃত তথ্য দিয়ে সহজে লোকেশন পরিবর্তন করতে পারবেন। নিয়মিত একটিভ থাকুন যদি ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এর একাউন্টে নিয়মিত একটিভ থাকতে হবে।যদি আপনি ফাইবার মার্কেটপ্লেস এ কাজ করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে বেশি একটিভ থাকতে হবে। কারণ ফাইবার মার্কেটপ্লেস এ যখন ক্লায়েন্ট কোন সার্ভিসের জন্য খুঁজে, তখন একটি ফ্রিল্যান্সারদের gig সামনে খুঁজে পাই। সুতরাং আপনি যদি ফাইবার মার্কেটপ্লেস এ কাজ করেন, তাহলে অবশ্যই আপনাকে একটি থাকতেই হবে।আর আপনি যদি অন্যান্য মার্কেটপ্লেস যেমন upwork, ফ্রিল্যান্সার ইত্যাদি মার্কেটপ্লেসে কাজ করেন, তাহলে এখানেও আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। এবং প্রতিনিয়ত বিভিন্ন জব দেখতে হবে এবং জবে বিড করতে হবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow