৪৩ বছরে ৫৩ বার বিয়ে! তারপর…
জন্ম, মৃত্য, বিয়ে এই তিনটিই সৃষ্টিকর্তার হাতে এমন প্রবাদ অল্প-বিস্তর সবারই জানা থাকলেও এক ব্যক্তির বিয়ে ভাগ্যের দিকে উপরওয়ালা যেন একটু বেশিই নজর দিয়েছেন। তাই তো, একবার, দুইবার কিংবা তিনবার নয়, ৪৩ বছরে সর্বমোট ৫৩ বার বিয়ে করেছেন সৌদি নাগরিক আবু আব্দুল্লাহ।
জন্ম, মৃত্য, বিয়ে এই তিনটিই সৃষ্টিকর্তার হাতে এমন প্রবাদ অল্প-বিস্তর সবারই জানা থাকলেও এক ব্যক্তির বিয়ে ভাগ্যের দিকে উপরওয়ালা যেন একটু বেশিই নজর দিয়েছেন। তাই তো, একবার, দুইবার কিংবা তিনবার নয়, ৪৩ বছরে সর্বমোট ৫৩ বার বিয়ে করেছেন সৌদি নাগরিক আবু আব্দুল্লাহ।
তবে বিয়ের কারণ ব্যক্তিগত নয়, বরং আবু আব্দুল্লাহ দাবি করেন, এতোগুলো বিয়ের পিছনে কারণ স্থিতিশীলতা ও মানসিক প্রশান্তি। ইতোমধ্যে শতাব্দীর সেরা বহুবিবাহকারীর খেতাব পেয়েছেন সৌদি এই বাসিন্দা। তবে এর থেকে আশ্চর্য্যজনক বিষয় হচ্ছে এতোগুলো বিয়ের পরেও বর্তমানে একজন স্ত্রীর সাথেই সংসার ধর্ম পালন করছেন আবু আব্দুল্লাহ। এবং ভবিষ্যতে আর বিয়ের কোন ইচ্ছে নেই বলে সৌদি আরবের এক রাষ্ট্রীয় গণমাধ্যমে জানিয়েছেন ৬৩ বছর বয়স্ক আব্দুল্লাহ।
৫৩ বার বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, "প্রথমবার বিয়ের পর আমার আর বিয়ের পরিকল্পনা ছিল না। তখন আমার বয়স ২০ বছর। ঐ পরিবারে আমার সন্তানও ছিল। কিন্তু কিছুদিন পর কিছু সমস্যার কারণে প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই দ্বিতীয়বার বিয়ে করি। কিন্তু এরপর প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মাঝে কলহ তৈরি হলে তৃতীয় ও চতুর্থ বিয়ে করে প্রথম ও দ্বিতীয় স্ত্রীকে তালাক দেই। আমার বেশিরভাগ বিয়ে সৌদি নারীর সাথেই হয়েছে। তবে ব্যবসার উদ্দেশ্যে বিদেশে গিয়ে সেখানেও বিয়ে করেছি। নিজেকে পাপ থেকে বাচাঁনোই ছিল উদ্দেশ্য।"
আব্দুল্লাহ আরও বলেন, "এই বহু বিবাহের পিছনে কারণ হচ্ছে এমন একজন নারী খোঁজার তাগিদ। যেই নারী আমাকে সুথী করতে পারবে। তবে আমার সব স্ত্রীর সাথেই আমি স্বচ্ছ থাকার চেষ্টা করেছি। পৃথিবীর প্রতিটা পুরুষ চায় এমন একজন নারী যে চিরকাল তার সাথে থাকবে। তবে স্থিতিশীলতা একজন তুরুণীর সঙ্গে নয়, একজন বৃদ্ধার সঙ্গে পাওয়া যায়।"
What's Your Reaction?