১৯ শেও নির্লজ্জ ছিলামঃ প্রিয়ঙ্কা চোপড়া
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            একসময় শুধু বলিউড নায়িকা হিসেবে প্রিয়ঙ্কাকে সবাই চিনলেও আজ যেন খ্যাতির চূড়ায় উঠে বসেছেন তিনি। পরিচিতি পেয়েছেন আন্তর্জাতিক আইকন হিসেবে। জানা গেছে চলতি বছরটি হলিউডে প্রিয়ঙ্কার জন্য অন্যতম ব্যস্ততম একটি বছর হতে যাচ্ছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে প্রিয়ঙ্কা শেয়ার করেছেন তার ১৯ বছর বয়সের একটি ছবি। অতীত ঘেটে হয়তো বাড়তি আনন্দ পেতে চেয়েছেন এই সফল অভিনেত্রী। তবে ছবিটি এবং এর ক্যাপশন প্রিয়ঙ্কাসহ তার ভক্তদেরও কিছু সময়ের জন্য রোমাঞ্চিত করেছে। প্রিয়ঙ্কার  শেয়ার কৃত সেই ১৯ বছরের ছবিতে দেখা যায় সাদা বিকিনি ও ট্রাউজার পড়া অবস্থায়। সাথে ছিল কপালের টিপও। এই ছবির ক্যাপশনে প্রিয়ঙ্কা লিখেন, লজ্জা শব্দটা সে কোনদিন শোনেন নি, বছর ১৯ এর ছবি। চলুন দেখে আসি সেই ছবি খানাঃ
https://www.instagram.com/p/CM2CRvJn6cQ/?utm_source=ig_embed