সুন্দরী স্ত্রী থাকতে কেন পুরুষরা পরনারীর প্রতি আসক্ত হন?
একজন বিবাহিত পুরুষ যদি পরনারীর প্রেমে পড়ে কিংবা নতুন কোন সম্পর্কে আসক্ত হন, তার অর্থ তিনি বিবাহিত জীবনে সুখী নন এমনটাই মনে করেন বিশ্লেষকরা এবং নারীদের তুলনায় বিবাহিত পুরুষরা এমন প্রতারণা বেশি করে থাকেন।
একজন বিবাহিত পুরুষ যদি পরনারীর প্রেমে পড়ে কিংবা নতুন কোন সম্পর্কে আসক্ত হন, তার অর্থ তিনি বিবাহিত জীবনে সুখী নন এমনটাই মনে করেন বিশ্লেষকরা এবং নারীদের তুলনায় বিবাহিত পুরুষরা এমন প্রতারণা বেশি করে থাকেন।
একজন বিবাহিত পুরুষ অন্য নারীর প্রতি আসক্ত হন তখন, যখন এমন একটি গুণ তার স্ত্রীর মাঝে নেই যা অন্য নারীর মাঝে রয়েছে। এছাড়া আরও কিছু কারণে বিশ্লেষকদের মতে বিবাহিত পুরুষ পরনারীর প্রতি আসক্ত হয়ে থাকেন,
এক, স্বামী-স্ত্রীর মাঝে বোঝাপোড়া ভালো না হলে দাম্পত্য সম্পর্কে ক্ষতিকর প্রভাব ফেলে। যেসব পুরুষ স্ত্রীর সাথে ভালোভাবে সময় কাটাতে ব্যর্থ হন, তারাই অন্য কাউকে প্রত্যাশা করেন জীবনে। আর এমন সুযোগ হঠাৎ করে মিলে গেলেই পরনারীর প্রতি খুব সহজেই পুরুষরা আসক্ত হয়ে পড়ে।
দুই, একসাথে থাকা মানেই সুখী পরিবার নয়! তাই সংসার সুখের রাখতে হলে একে-অপরকে সময় দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টুকু না দিতে পারলে মন যেকোনো সময় পরিবর্তন হয়ে অন্যদিকে মোড় দিতে পারে।
তিন, স্ত্রীকে যেসব পুরুষ সময় দেন না কিংবা স্ত্রীর নানা কাজের বাহানা থাকে, সেসব পুরুষ একাকীত্বে ভোগেন, যা পরনারীতে আসক্ত হওয়ার অন্যতম কারণ।
চার, দাম্পত্য জীবনে ঝগড়া হওয়া অত্যন্ত স্বাভাবিক। যা স্বামী-স্ত্রীর মাঝে দুরত্ব তৈরি করে। নিজের ইগো বজায় রাখতে একে অন্যকে এড়িয়ে চলেন। এমন পরিস্থিতিতে দুজনকেই সেক্রিফাইসের মন মানসিকতা নিয়ে আগাতে হবে। কাউন্সিলেং করতে হবে। পরনারী কিংবা পর পুরুষ আসক্তি কখনো সুখ বয়ে আনে না।
এসব ছাড়াও কিছু পুরুষ কারণ ছাড়াই একজন নারীতে সন্তুষ্ট হতে না পেরে পরকিয়া করে, বহু সম্পর্কে লিপ্ত হয়। এসব পুরুষদের এড়িয়ে চলা উচিত।
What's Your Reaction?