সপ্তাহে ক'বার যৌনমিলন জরুরি জানেন?
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            যৌনতা নিয়ে নানা মানুষের নানা কৌতুহল, নানা প্রশ্ন। কিন্তু সামাজিকতার কারণে এবং কৌতুহল নিরসনে সঙ্কোচের কারণে মানুষ অনেক কিছুই প্রশ্ন করতে পারে না৷ তা নিয়ে চর্চাও করতে পারে না৷ 
কিন্তু সুস্থভাবে বেচে থাকার ক্ষেত্রে যৌনতার গভীর প্রয়োজন রয়েছে বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অনেক বিবাহিত দম্পতি কিংবা লিভ ইন জুটিই জানতে চায় সুস্থ যৌনতা ঠিক কেমন হওয়া জরুরি। মানে সহজ কথায় তারা জানতে চান সুস্থ শারীরিক সম্পর্ক উদযাপন করার ক্ষেত্রে কতটা সচেতনতা দরকার রয়েছে৷ 
সমীক্ষায় দেখা গেছে, প্রতি সপ্তাহে একবার যৌনতাই ঠিকঠাক বলা হয়েছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে টিটোয়েন্টিজে রয়েছে তাদের ক্ষেত্রে যৌনতা বছরে ৮০ বার, কুড়ি -উত্তর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বছরে ৫৪ বার (সপ্তাহে ১ বার), এবং ৫০ উত্তীর্ণদের ক্ষেত্রে বছরে ২০ বার।