মাছেরও লকডাউন! পানির নিচেও কি করোণা?
করোনার ভয়াবহতা নিয়ে কম-বেশি আমরা সকলেই জানি। আর তাই করোনার সংক্রমণ কমাতে সরকার ঘোষিত একের পর এক লকডাউনে আমাদের উঠেছে নাভির শ্বাস। তবে আমাদের মত নাকি মাছেরও চলছে লকডাউন। তাহলে কী সাগরেও করোণা পৌঁছে গেছে?
এর কোন সৎ উত্তর আমাদের কাছে জানা না থাকলেও জেলে সুত্রে জানা গেছে সাগরে মাছের দেখা নেই বললেই চলে। অর্থাৎ লক্ষ লক্ষ টাকা খরচ করে জেলেরা সাগরে গেলেও দেখা পাচ্ছে না কাঙ্খিত মাছের। সাগরের আনাচে-কানাচে-মাঝে সব খানেই মাছ ধরার টলার গেলেও অনেকেই শেষ পর্যন্ত মাছের দেখা না পেয়ে তীরে ফিরছেন শূন্য হাতে। কক্সবাজার জেলেদের দাবি, গত কয়েক মাস ধরে সাগরে মাছের আকাল পড়েছে। যার প্রভাব পড়েছে বাজারে। আগুন দামেও মাছ পাওয়া যেন সোনার হরিণ।