ভুয়া খবর রুখতে ফেইসবুকের নতুন ফিচার
ফেইসবুকে ভুয়া খবর যাতে না ছড়াতে পারে তার জন্য উদ্যোগ নিয়েছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ। বেশিরভাগ ক্ষেত্রে ভুয়া খবর ছড়াতে মূলত টার্গেট করা হয় ফেইসবুকে জনপ্রিয় কিছু গ্রুপগুলোকে।
এবার গ্রুপগুলোর এডমিনদের জন্য নতুন কিছু ফিচার এনেছে ফেইসবুক কর্তৃপক্ষ৷ যার মাধ্যমে রুখে দেয়া যাবে ফেইসবুকে প্রতিনিয়ত চোখে পড়া ভুয়া খবর। ভুয়া খবর এবার আগে ভাগেই থার্ড পার্টি চেকারের মাধ্যমে সহজেই চিহ্নিত করা যাবে। আর সেটা ভুয়া খবর হলে খুব সহজেই তা ডিলিট করে দেয়া যাবে এই ফিচারেরই মাধ্যমে। একই সাথে ভুয়া খবর পোস্টদাতার আইডি ব্লক করার মাধ্যমে গ্রুপে সে আর কখনো পোস্ট করতে পারবে না। Admin assistant নামের এই ফিচার খুব সহজেই নিয়ন্ত্রণ করা যাবে বলে জানা গেছে।