ভিডিও বানাতে গিয়ে ১৬০ ফুট উপর থেকে পড়ে মৃত্যু!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            টিকটক কিংবা লাইকির মত অ্যাপগুলোর কল্যাণে শর্ট ভিডিও মেকিং ও সেই ভিডিও শেয়ারিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে অনেকেই বেশি লাইক পাওয়ার জন্য কিংবা জনপ্রিয় হওয়ার জন্য প্রয়োজনের তুলনায় অনেক বেশি রিস্ক নিয়ে ফেলে। যার ফলে পড়তে হয় বিভিন্ন রকম দুর্ঘটনাতেও।
সম্প্রতি এমনই একটা ঘটনা ঘটেছে চীনের কোজহু  প্রদেশে। ডুইন নামের একটি ভিডিও শেয়ারিং অ্যাপের জন্য ভিডিও বানাতে গিয়ে ২৩ বছর বয়সী এক নারীর  মৃত্যু হয়েছে। জানা গেছে ঐ নারী ১৬০ ফুট উঁচু একটি ক্রেনে উঠে ভিডিও করছিলেন। হঠাৎ দুর্ঘটনাবশত সে সেখান থেকে পরে যান এবং মৃত্যু হয় তার।
পারিবারিক সুত্রে আরও জানা যায় ঐ নারী একজন পেশাদার ক্রেন অপারেটর। কাজ শেষে যখন অন্যরা নিজেদের বাড়ি যান, সেসময় ঐ নারী ক্রেনের উপর উঠে ভিডিও বানাচ্ছিলেন। হঠাৎ পা পিছলে পড়ে যান। এবং মৃত্যু হয়। দুই সন্তানের জননী ঐ নারী ডুইন অ্যাপে ভিডিও শেয়ারিং এর মাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন। দৈনন্দিন ভিডিওগুলো করতেন তিনি।