ভালোবাসার নিটোল প্রেমের গল্পে জমজমাট ''উনিশ ২০"! 

ভালোবাসা মূলত কি, এর ডেফিনেশন কি? ভালবাসা একেকজনের কাছে একেক রকম। একে সংজ্ঞায়িত করাটা বেশ মুশকিল।

ভালোবাসার নিটোল প্রেমের গল্পে জমজমাট ''উনিশ ২০"! 

ভালোবাসা মূলত কি, এর ডেফিনেশন কি? ভালবাসা একেকজনের কাছে একেক রকম। একে সংজ্ঞায়িত করাটা বেশ মুশকিল। এই যেমন মিজানুর রহমান আরিয়ানের " উনিশ ২০ " ওয়েবফিল্মটির ভালোবাসা বন্ধুত্বের, কিন্তু বিচ্ছেদের! ফিল গুড টাইপের এই কাজটি নিটোল ভাবে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, সংসার ও বিচ্ছেদের গল্প বলে যায় অবলীলায়। 

অপু ও শিলা, একই অফিসে কাজ করতে গিয়ে দুজনের পরিচয়। প্লেবয় অপু শিলার মন জয়ের চেষ্টায় চেষ্টারত, ওদিকে শিলার মন পাথরের মতন কঠিন। পাহাড় ভাঙার মতন কঠিন কাজ জয় করে, শিলার মন জিতে নেয় অপু। পারিবারিক আবহে বিয়েটা হলেও, অপুর খামখেয়ালীপনাতে দূরত্ব সৃষ্টি হয় নিজেদের সংসার জীবনে। অপু কি পারবে শিলার মন জয় করতে? দূরত্ব কি বিচ্ছেদই সৃষ্টি করবে নাকি কাছে টেনে আনবে দুজনকে? জানতে হলে দেখতে হবে " উনিশ ২০ " ওয়েবফিল্ম টি। 

আরিফিন শুভ'র অপু চরিত্রটি এতোটা কাছের, এতোটা মিষ্টি মধুর লেগেছে তা লেখে বোঝানো অসম্ভব। শুভর এক্সপ্রেশন দারুণ, বিশেষ করে বিন্দুর সাথে তার রোমান্টিক মুহুর্ত গুলো বা মায়ের সাথে সংলাপের সময়। শুভ নিজেকে এমনভাবে দিনদিন গড়ে তুলছেন যে, যেকোনো চরিত্রেই নিজেকে সহজে মানিয়ে নিয়ে যাচ্ছেন। অপু চরিত্রে তার অভিনয়, তার ক্যারিয়ারের গ্রাফে দারুণ কিছু হিসেবেই যুক্ত হলো। তেমনি, Afsana Ara Bindu  কি মিষ্টি। চলনে-বলনে, কথায়, কি অপরুপ লেগেছে বিন্দুকে। বহুদিন বাদে কামব্যাক করলেন, অথচ শিলা চরিত্রটি কতই না কাছের করে তুললেন। শুভ - বিন্দুর কেমিস্ট্রি এই ফিল্মের সবচেয়ে ইউনিক বিষয় বললেও ভূল হবে না। ভালো লেগেছে ওয়াহিদা মল্লিক জলি, আরফান মেধা শিবলু এবং বিশেষ একটি চরিত্রে তানিয়া আহমেদ ও Intekhab Dinar এর অভিনয়। 

উনিশ ২০ এর গল্প পরিচালকের নিজের, যার জন্য স্ক্রিন-প্লে বেশ গোছানো। বোরিং হবার চান্স নেই, রয়েছে ভালবাসা, পরিবার, কিছুটা কমেডি, বন্ধুত্ব ও নিটোল প্রেমের এক গল্প পুরো ফিল্মটিতে। চিত্রগ্রাহক শেখ রাজিবুল ইসলাম তার অসাধারণ নৈপুণ্যতা দেখিয়েছেন ফিল্মটিতে। ইনডোর বা আউটডোর, সকল লোকেশনেই দারুণ কাজ দেখিয়েছেন। তার চিত্রায়নে দারুণ এক আরাম রয়েছে। এডিটর সিমিত রায় অন্তর ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ কখনোই বিমুগ্ধ করেননি, এবারো বরাবরের মতন মুগ্ধ করেছেন।

ভালো লেগেছে সংলাপ গুলো, সহজসরল কিন্তু কাব্যিকতা রয়েছে বলার ধরনে। তিনটি গান রয়েছে ফিল্মে, যারমধ্যে 'পাখি পাখি মন' গানটা ইতোমধ্যে সবার পছন্দের লিস্টে। এছাড়াও বিরহের গান ও আরেকটা ফাঙ্কি টাইপ গান রয়েছে, যা দেখার সময় বেশ ভালো লাগবে। সাজিদ সরকারের মিউজিক বরাবর কানের আরাম দেয়। আলফা আই কে ধন্যবাদ, ভালবাসার মাসে এমন সুন্দর এক ভালোবাসার গল্প উপহার দেবার জন্য। 

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত " উনিশ ২০ " এর ভালোবাসা যেন বসন্তের কোকিলের মতন, সর্ষে ক্ষেতে মৌমাছির ঝাঁকের মতন, খেজুর গাছে একহাড়ি রসের মতন। আর যাইহোক, এই বসন্তে এই ওয়েবফিল্ম টি মিস দেয়া উচিত হবে না, তাই চরকি তে দেখে নিন দূরত্বের এই ভালোবাসার গল্পখানা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow