ক্লোজ আপ কাছে আসার গল্প একাল-সেকাল

ভালোবাসা মানে বিশ্বাস, ভালোবাসা মানে সাহস। এই ভালোবাসার কোন নির্দিষ্ট দিন হয়তো নেই। তবে ভ্যালেন্টাইন্স ডে'কে কেন্দ্র করে প্রতি বছর ক্লোজ আপ 'কাছে আসার গল্প' নামে বিশেষ এই দিনে বাড়তি উন্মাদনা তৈরি করে৷

ক্লোজ আপ কাছে আসার গল্প একাল-সেকাল

ভালোবাসা মানে বিশ্বাস, ভালোবাসা মানে সাহস। এই ভালোবাসার কোন নির্দিষ্ট দিন হয়তো নেই। তবে ভ্যালেন্টাইন্স ডে'কে কেন্দ্র করে প্রতি বছর ক্লোজ আপ 'কাছে আসার গল্প' নামে বিশেষ এই দিনে বাড়তি উন্মাদনা তৈরি করে৷ তরুণ-তরুণী থেকে শুরু করে অনেক বয়স্ক দর্শক পর্যন্ত টেলিভিশন এবং ইউটিউবের পর্দায় চোখ রাখেন দিনটিকে ঘিরে। নতুনভাবে ভালোবাসাকে পর্দায় দেখে আমোদিত হন তারা। কেউ কেউ গল্প ঘিরে নিজেদের মতো উদযাপনও করেন।

আমার দেখা শুরুটা হয়েছিল এভাবে- ‘Closeup কাছে আসার সাহসী কিংবা দ্বিধাহীন গল্প' ক্যাম্পেইনের আওতায় হাজারো গল্প থেকে সেরা তিন গল্প বাছাই এবং এরপর শর্ট ফিল্ম বানানো। ধারাবাহিকভাবেই প্রতি বছর আমরা পাচ্ছি ক্লোজ আপ কাছে আসার গল্পে সেরা কিছু শর্ট ফিল্ম। একেকজনের পছন্দ হয়তো একেক রকম, তাই নির্দিষ্ট কোন নাম এখানে না ই বা নিলাম। তবে প্রতি বছরই যে ক্লোজ আপ কাছে আসার গল্প থেকে কোন না কোন ভালোবাসার গল্প নিয়ে বাড়তি আলোচনা হয় তা হয়তো নির্দ্বিধায় বলা যায়।

চলতি বছরের ক্যাম্পেইনটা ক্লোজ আপ শুরু করে একটু ভিন্ন স্টাইলে। নতুন দিনের এই ক্যাম্পেইনকে তারা নাম দেয় 'ক্লোজ আপ এই সময়ের কাছে আসার গল্প'। শর্ট ফিল্মগুলোর নাম ছিল 'টেক অফ', 'সময় সব জানে' এবং 'একটা তুমি লাগবে'। যেহেতু এই সময়ের গল্প তাই সময়কে প্রাধান্য দেয়া হয়েছে প্রতিটি গল্পেই। অর্থাৎ সমসাময়িক এই গল্পে সোশ্যাল মিডিয়া, লাইভ এসব যেমন প্রাধান্য পেয়েছে, তেমনি আধুনিকতার নামে অন্তরঙ্গ সম্পর্কের খুটিনাটিও উঠে এসেছে । কাস্টিং এ এবার চমক দেখিয়েছে ক্লোজ আপ। জনপ্রিয় ও খ্যাত অভিনয় শিল্পীদের রেখে নির্মাতারা কাজ করেছেন এই সময়ের শিল্পীদের নিয়ে৷ যারা কম-বেশি প্রত্যেকেই নিজেদের সেরাটাই দিয়েছেন বলতে হবে৷ গল্প উপস্থাপনেও কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে।

তবে এবারের ক্লোজ আপ ক্যাম্পেইনে দুর্বল দিক মনে হয় বাহির থেকে গল্প না নিয়ে নির্মাতাদের নিজেদের গল্পে কাজ করা৷ যা নতুনদের সেরা গল্পকার হওয়ার গতি যেমন স্লোথ করেছে, তেমনি নির্মাতারা নির্মাণে সময় দিতে গিয়ে গল্প ফাঁদায় কম গুরুত্ব দিচ্ছেন। তিনটি শর্ট ফিল্মেই আমি যার অভাব একটু একটু করে টের পাচ্ছিলাম। তাই আসন্ন দিনগুলোতে চাইব হাজার গল্প থেকে সেরা গল্প বাছাইয়ের সেই ধারা আবারও ছড়িয়ে পড়ুক ক্লোজ আপ কাছে আসার গল্পগুলোয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow