আইটি সেক্টরে ভারত বিশ্ব র্যাংকিয়ে ইতোমধ্যে বেশ এগিয়ে রয়েছে। এছাড়া একটি কোম্পানি অপর কোম্পানি থেকে ভালো আউটপুট পেতে এবং প্রতিযোগিতায় টিকে থাকতে রীতিমতো কর্মীদের একের পর এক সুবিধা দিয়ে চলছে৷ এবার বিয়ে করলে কর্মীদের বেতন বাড়বে এমন সুবিধা চালু করেছে ভারতীয় শীর্ষস্থানীয় এক আইটি কোম্পানি।
মাদুরাইভিত্তিক শ্রী মুকাম্বিকা ইনফোসলিউশনস নামের আইটি কোম্পানি দিচ্ছে এমন সুবিধা। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েক বছর ধরে এই সুবিধা দিয়ে চলছে কোম্পানিটি৷ এর ফলশ্রুতিতে এই কোম্পানিতে কর্মীদের চাকরি ছাড়ার হার মাত্র ১০ শতাংশ৷
কোম্পানিটির যাত্রা শুরু হয় ২০০৬ সালে তামিলনাড়ুতে। তবে কিছুদিন পর কোম্পানিতে কর্মী সংকট দেখা দিলে স্থানান্তর করা হয় মাদুরাই এ৷ বিয়ে করলে বেতন বৃদ্ধি ছাড়াও কোম্পানিটি কর্মীদের সুবিধার্থে আরও একটা নীতি চালু করে৷ তা হচ্ছে বছরে দুইবার বেতন বাড়ানো ৬-৮ শতাংশ৷