ফ্রীজের ভিতর ৯৬ লাখ টাকা, অর্ডার দিলেন অনলাইনে
ফ্রীজের ভিতর ৯৬ লাখ টাকা, অর্ডার দিলেন অনলাইনে
অনলাইনে সেকেন্ড-হ্যান্ড ফ্রিজ অর্ডার দিয়েছিলো এক ব্যক্তি। সময়মতো ফ্রিজ বাড়িতেও এসে যায়। কিন্তু সেই ফ্রিজ খুলতেই চক্ষু চড়কগাছ তার। কারণ, ফ্রিজ ভর্তিই ছিল টাকার বান্ডিল।
জানা যায়, ঐ ব্যক্তির বাড়ি দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ এ। ব্যবহৃত ফ্রিজ কিনে তার মধ্যে থেকে প্রায় ১ লক্ষ ৩০ হাজার ডলার পান। যা ভারতীয় মুদ্রায় ৯৬ লক্ষ টাকার কাছাকাছি।
তবে ফ্রিজ দলের মধ্যে টাকা পেয়ে চুপিচুপি তা নিজের করে নেননি ওই ব্যক্তি। পুলিশের কাছে গিয়ে দিয়ে আসেন সমস্ত টাকা। সে দেশের এক পুলিশ অফিসার জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ফ্রিজের অনলাইন বিক্রেতার খোকজ করা হয়েছে। তিনি জানান, ‘‘বিশাল অঙ্কের টাকা ছিল ফ্রিজের ভিতর। এটি সত্যিই খুব আশ্চর্যজনক ঘটনা।’’
ফ্রিজের মালিক টাকা পুলিশকে ফিরিয়ে দিলেও সেই টাকার কিছু অংশ ফেরত পাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে তার। এবং সে দেশের আইন অনুযায়ী, ওই টাকার মালিককে পুলিশ যদি খুঁজে না পায়, তাহলে তিনি সেই টাকার কিছু অংশ ফেরত পাবেন তিনি। মালিককে খুযে পাওয়া গেলেও সেই টাকার একটি অংশ তাকে দেয়া হবে বলে আশ্বাস পেয়েছেন সেই ব্যক্তি।
What's Your Reaction?