প্রেমে প্রতারণার শিকার হলে যা করবেন
সত্যিকার ভালোবাসা কোনভাবেই ভুলে থাকা যায় কি? এমন প্রশ্ন অনেকের মাথায় ঘুরপাক খেলেও প্রেমে প্রতারিত হলে অনেক দুঃখ,কষ্ট এবং বিশ্বাসঘাতকতার মধ্য দিয়ে যেতে হয়। সঙ্গীকে ভুলতে না পেরে কপালে ভাজ পরে অনেকের৷ এমন কঠিন সময়ে নিজেকে যেভাবে সামলাবেনঃ
১. সময়ের হাতে নিজেকে ছেড়ে দিনঃ
সময়ের পরিক্রমায় অনেক কিছুই স্বাভাবিক হয়ে যায়৷ তাই সময়ের হাতে নিজেকে ছেড়ে দিয়ে দৈনন্দিন কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখুন।
২. মন খুলে অনুভূতি শেয়ার করুনঃ মনের কষ্ট গুলো যত বেশি চেপে রাখবেন, আপনার হতাশা কষ্ট এসব বাড়তেই থাকবে৷ তাই আপনজন বন্ধুবান্ধবদের সাথে প্রচুর কথা বলুন৷ হাসি আড্ডায় মাতিয়ে রাখুন নিজেকে।
৩. নিজেকে ধোঁকা দিবেন নাঃ কোন বিষয়ে নিজের কাছে পরিষ্কার থাকাটা সবচেয়ে জরুরি৷ যে প্রতারণা করে আপনাকে ফেলে চলে যেতে পারে, তার সাথে জীবন মিলিয়ে ফেলায় কোন স্বার্থকতা নেই৷ তাই প্রতারকের জন্য নিজেকে ধোঁকা না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া নিজের মূলমন্ত্র৷