নিজের বয়স ৬১, স্বামীর বয়স ২৪, এ বার সন্তান চান বৃদ্ধা!

নিজের বয়স ৬১, স্বামীর বয়স ২৪, এ বার সন্তান চান বৃদ্ধা!
অসমবয়সী বিবাহের কারণে ৬১ বছর বয়সী চেরিল ও ২৪ বছর বয়সী ম্যাককেইন বেশ কয়েক দিন আগেই খবরের শিরোনাম হয়েছিলেন। জর্জিয়ার নাগরিক এই দম্পতির বয়সের পার্থক্য ৩৭ বছর৷ বয়সের পার্থক্য গ্রাহ্য না করে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর এই দম্পতি এবার সন্তান নেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। উল্লেখ্য পূর্ববর্তী সংসারে চেরিলের নাতী-নাতনীর সংখ্যা ৩৭। এরপরও নতুন স্বামীর কাছে তিনি সন্তান নেয়ার ইচ্ছে জানিয়েছেন। যদিও সারোগেসির মাধ্যমে সন্তান নেবেন, নাকি দত্তক নিবেন এই বিষয়ে এই দম্পতি নিশ্চিত করেন নি। নেটদুনিয়ায় নিজের এই বাসনার কথা জানিয়েছেন চেরিল৷

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow