ট্রাম্পের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ!
প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ তুলেছেন পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলস। গত সোমবার ট্রাম্পের প্রাক্তন অ্যাটর্নি মাইকেল কোহেন আয়োজিত একটি পডকাস্টে এসে ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন ড্যানিয়েলস। এবং ট্রাম্পের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এর আগেও একবার ২০১৬ সালে নিজেকে ট্রাম্পের শয্যাসঙ্গী হিসেবে দাবি করেছিলেন তিনি। স্টর্মি ড্যানিয়েলস বলেন, '২০০৬ সালে ট্রাম্পের সাথে শয্যাসঙ্গী হওয়ার অভিজ্ঞতা আমার কাছে ভীষণ তিক্ত। আমার জীবনের ঐ ৯০ সেকেন্ড সব থেকে খারাপ সময়। এজন্য আমার নিজের প্রতিই এখন ঘৃণা হয়।'
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে স্টর্মি ড্যানিয়েল তার বই 'ফুল ডিসক্লোসার' এ লিখেছিলেন, ট্রাম্পের সাথে তার প্রথম দেখা গলফ প্রতিযোগিতায় এবং সেখানেই আলাপ হয় তাদের। এরপর ট্রাম্পের আমন্ত্রণে এক নৈশভোজে অতিথি হয়ে তার শয্যা সঙ্গী হন ড্যানিয়েলস। তবে ট্রাম্পের সাথে যৌন অভিজ্ঞতা কখনো তার সুখকর হয় নি এবং ভবিষ্যতেও তিনি আর ট্রাম্পের সঙ্গে বিছানা শেয়ার করতে চান না। এমনটাই বইয়ে উল্লেখ করেন স্টর্মি ড্যানিয়েলস।