জমজমাট প্রেমের গল্প হইচই এর পাঁচফোড়ন ০২। শেষটা এমন না হলেও হতো...
হইচই প্ল্যাটফর্মে মুক্তিপ্রাপ্ত সিরিজের ৫ টি প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে পাঁচফোড়ন। ২০২০ সালের ভ্যালেন্টাইন ডে উপলক্ষ্য করে মুক্তি পায় পাঁচফোড়ন সিরিজের দ্বিতীয়টি।
পাঁচমিশালি সম্পর্কের গল্প নিয়েই এই সিরিজির কাহিনী এগিয়েছে। পাঁচটি গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, সৌরভ চক্রবর্তী, অমৃতা মুখোপাধ্যায়, ঐন্দ্রিলা শর্মা।
পাঁচফোড়ন এই সিরিজের প্রথম গল্পের নাম খড়কুটো। এখানে দেখা যায় রাজকন্যা রুপী সোহিনী এবং অয়ন রুপে সৌরভ কোর্ট হতে ডিভোর্স পেপার বের হচ্ছে। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে দুজনের মনের মিল নেই বলেই এই ডিভোর্স। তবে ঘটনা কিন্তু তা নয়, পুরো গল্পেই দেখা যাবে দুজনের অসাধারণ রোমান্টিকতা। সেই সাথে দেখা যাবে ডিভোর্সের পরও কিভাবে তারা একে অপরের জিনিস আঁকড়ে ধরে বেঁচে আছে।
দ্বিতীয় গল্পের নাম ডোনার। এখানে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, তারেক আনাম খান এবং ইহাশ রোহান। এই গল্পে দেখানো হয়েছে অন্য কোন ক্ষেত্রে যখন আমরা কোন জিনিস ভয় পাই সেটি যদি আমাদের ভালোবাসার সঙ্গে ঘটে, তখন সেই জিনিসটি আমরা অনায়াসেই করতে পারি। অসুস্থ বাবার কিডনি নষ্ট হয়ে যাওয়ায় ছেলে কিডনির সন্ধানে বের হয়। সময় মত কিডনি পাওয়া যায় বাবার ম্যানেজারের মেয়ের কাছে। কিন্তু তার জন্য গুনতে হবে প্রচুর টাকা। তবে একটা সময় দেখা যায় মেয়েটি টাকার বিনিময়েও কিডনি দিতে রাজি হয় না। ঠিক হয় বাবাকে ছেলেই কিডনি দিবে। কিন্তু একটা কিডনি নিয়ে কিভাবে জীবন যুদ্ধে বেঁচে থাকবে এই ভেবে মেয়েটি আবার রাজি হয় কিডনি দিতে। এমনই নানা নাটকীয়তায় এগিয়ে যেতে থাকে গল্প। তবে শেষটা এতো হৃদয় বিদারক না হলেও পারতো। তবে কি সেই ঘটনা? জানতে হলে দেখতে হবে পাঁচফোড়ন ২ সিরিজটি। গল্পগুলো সিনেমায় রুপ দিয়েছেন ভারতের তিনজন এবং বাংলাদেশের দুইজন পরিচালক।
ট্রেলার লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=qxAJgb37quI