কাট’ বলার পরও নার্গিসকে ছাড়েন নি ইমরান হাসমি!
                                                
                                                    
                        
                                        
                            
                        
        
                        
                            সিরিয়াল কিসার হিসেবে বলিউডসহ পুরো উপমহাদেশেই সুপরিচিত বলিউড অভিনেতা ইমরান হাসমি। ২০০৩ সালে ফুটপাথ ছবির মাধ্যমে বলিউড অঙ্গনে অভিষেক হওয়ার পর থেকেই অসংখ্য ছবিতে বিভিন্ন নায়িকাদের সাথে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন। অনেক নায়িকার সাথেই গভীর চুম্বনে মিলিত হয়েছেন। 
তবে এবার ঘটেছে আরও বেশি চমকপ্রদ ঘটনা। চলছে আজহার সিনেমার শুট্যিং। এই সিনেমায় একসঙ্গে কাজ করছিলেন ইমরান হাসমি ও নার্গিস ফাকরি। সাবেক ভারতীয় ক্রিকেটার আজহার ছবিতে বেশ কয়েকটি কিসিং সিন ছিল। এমনই একটি দৃশ্যে নার্গিসের ঠোঁটে চুম্বন করে ইমরান হাসমি। কিন্তু দৃশ্য শ্যুট শেষ হলে পরিচালক কাট বললেও থামে না ইমরান। বরং ক্যামেরা বন্ধ হওয়ার পরেও চলছিল দুজনের গভীর চুম্বন। 
এদিকে নার্গিস এক সাক্ষাতকারে জানিয়েছে, এতোগুলো চুম্বন আছে ছবিতে আমি জানতাম না। তবে ইমরান মনে মনে খুশি হয়েছে। যদিও মুখে সে বলেছে সে কিছুই জানে না। তবে আমি জানতাম সে মিথ্যা বলেছে।